মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মসজিদের শহর কেনিয়া

মুফতি মুহাম্মদ তাসনীম:
তুরস্কের বিখ্যাত শহর কেনিয়া। নানা কারণে শহরটি বেশ বিখ্যাত। এই শহরের অলিগলিতে একটু পরপরই চোখে পড়বে মসজিদ। কোনোটি বড় আবার কোনোটি ছোট। তবে প্রায় সব মসজিদই একই ধরনের, সবগুলো মসজিদ তুরস্কের স্থাপত্য নিদর্শনরীতিতে নির্মিত। কেনিয়া তুরস্কের মধ্যবর্তী অঞ্চলের একটি শহর। সেলজুক শাসনামলে কেনিয়া ছিল তুরস্কের রাজধানী। অটোম্যান বা উসমানীয় শাসনামলে রাজধানী কেনিয়া থেকে স্থানান্তরিত হয় ইস্তাম্বুলে। পরে আঙ্কারা পায় রাজধানীর খেতাব। বর্তমানে দেশটির সপ্তম বৃহত্তম শহর কেনিয়া। বড় বড় শিল্প-কারখানার জন্য বিখ্যাত এই কেনিয়া, সেই সঙ্গে শস্য উৎপাদনের জন্যও।

বিখ্যাত তুর্কি নাগরিক মাওলানা নাসিরুদ্দিন হোজ্জা, মাওলানা জালালউদ্দিন রুমির শহর কেনিয়া। মাওলানা জালালউদ্দির রুমির কবরের পাশেই ১ হাজার ৫০০ শতাব্দীতে নির্মিত বিশাল আকারের সুলতান সেলিম মসজিদ। পুরোপুরি ইউরোপিয়ান বিভিন্ন উন্নত শহরের আদলে গড়া এই কেনিয়া শহর। একেবারেই পরিপাটি, পরিচ্ছন্ন, ফুলগাছ আর ফলদ ও বনজগাছে পরিপূর্ণ। রয়েছে কেনিয়া থেকে ইস্তাম্বুল পর্যন্ত দ্রুতগতির ট্রেন সার্ভিস। শহরে অত্যাধুনিক সড়ক ব্যবস্থাপনা। ফ্লাইওভারের সঙ্গে মেট্রো-ট্রাম সবকিছুরই উপস্থিতি। প্রশস্ত রাস্তার এক পাশে সাইকেল লেন। সঙ্গেই হাঁটার রাস্তা বা ফুটপাত। ঢাকা শহরের মতো কোথাও ময়লা আবর্জনার নোংরা ডাস্টবিন নেই।

পুরো শহরে বহুতল ভবনের সংখ্যা খুব কম। অন্য যেসব বাড়ি বা ভবন আছে তা সবই প্রায় একই ডিজাইনের। আর একটু পরপরই মসজিদের উপস্থিতি। এক কিলোমিটার পরপরই মসজিদ চোখে পড়ে। লক্ষণীয় বিষয়, প্রতিটি মসজিদেই মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে। আর অজুখানার ওপর একটি ছোট গম্বুজ ও ছাদ ঢাকা খোলা অজু করার জায়গা।

মসজিদগুলোর কোনোটিতে একটি মিনার। আবার কোনোটিতে চারটি মিনার। কোনোটিতে একটি গম্বুজ। কোনোটিতে ছোট-বড় মিলিয়ে অনেক গম্বুজ। প্রতিটি মিনারের ওপর চাঁদখচিত। শহর থেকে দূরের উঁচু পাহাড়ে বহুতল ভবনের সারি তৈরি করে সেখানে নতুন শহর তৈরি করা হচ্ছে। সেখানেও একাধিক মসজিদ নির্মিত হচ্ছে।

কেনিয়ায় পর্দানশিন নারীদের পাশাপাশি পশ্চিমা সংস্কৃতির খোলামেলা পোশাক পরিহিত মহিলাও আছে। কিছু মহিলা একেবারেই পুরো শরীর ঢেকে (মুখও দেখা যায় না) রাস্তায় বের হন। তবে পরস্পরের সঙ্গে দেখা হলেই তুর্কি মুসলমানদের প্রথম বাক্য শুরু হয় সালাম দিয়ে। আর খুশির কথা শুনলেই বলে মাশআল্লাহ।

ন্যাড়া পাহাড়ে ঘেরা কেনিয়া শহর। একসময় এ শহরে ছিল রোমান খ্রিস্টান, গ্রিক আর বাইজেন্টাইনদের শাসন। পরে মুসলমানরা তাদের হটিয়ে দেয়।

আফগানিস্তানের বলখ প্রদেশে জন্ম হলেও বিখ্যাত ইসলামি স্কলার মাওলানা জালালউদ্দিন রুমি ইরাক, ইরান, সৌদি আরব, সিরিয়া হয়ে কেনিয়ায় মারা যান। মাওলানাকে তুর্কিরা মাভলানা বলে। কেনিয়াতে যেখানে জালালউদ্দির রুমির কবর সেই স্থানটি মাভলানা নামেই পরিচিত। মেট্রো স্টেশনের নামও রাখা হয়েছে মাভলানা নামে। তুর্কি খাবারে তিলের উপস্থিতি বেশি। পিঠা-পুলি তো আছেই। তিলের তেলে রান্নার সঙ্গে তিলের তৈরি স্যুপও পাওয়া যায়। সঙ্গে ভেড়া, গরু, মুরগির গোশতও তাদের খাবারের উপাদান। বাহারি মিষ্টি তৈরিও হয় এই কেনিয়াতে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION