বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

নেইমার ও এমবাপ্পের গোলে পিএসজির দাপুটে জয়

খেলাধুলা ডেস্ক:

মেসি, নেইমার ও এমবাপ্পে; আক্রমণের এই ত্রয়ীর দুর্দান্ত পারফর্মেন্সে দাপুটে জয় পেয়েছে পিএসজি। আগের ম্যাচে পয়েন্ট হারানোর হতাশা ঝেরে ফেলে তুলুজের বিপক্ষে জয়ের পথে ফিরলো ক্রিস্তফ গালতিয়ের দল। বুধবার রাতে দুই মৌসুম পর লিগ ওয়ানে ফেরা দলটির (তুলুজ) মাঠে প্রতাপ দেখিয়েই ৩-০ গোলে জয় ছিনিয়ে নিয়েছে পিএসজি।অবশ্য জয়ের ব্যবধান আরও বাড়তে পারতো। একের পর এক দুর্দান্ত সব শট ঠেকিয়েছেন তুলুজের গোলরক্ষক মাক্সিম দুপে।

যদিও ম্যাচ শুরুর সপ্তম মিনিটেই প্রথম ভালো সুযোগ পেয়েছিল তুলুজ। সতীর্থের ক্রস বক্সে বুক দিয়ে নামিয়ে শট নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়েল রাতাও। সতর্ক থাকা গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা পা দিয়ে ফিরিয়ে দেন সেই প্রচেষ্টা। ঠিক পরের মিনিটেই পাল্টা সুযোগ আসে পিএসজিরও। বক্সের ভেতর কয়েক জনকে পাশ কাটিয়ে মেসির বাঁ পায়ের শট কর্নারের বিনিময়ে ফেরান স্বাগতিক গোলরক্ষক।

১৮তম মিনিটে নুনো মেন্দেসের দারুণ এক পাস দেন বক্সের বাইরে থাকা মেসি। আর্জেন্টাইন তারকা নিয়েছিলেন শটও। তবে অল্পের জন্য রক্ষা পায় তুলুজ। এর সাত মিনিট পরেই নেইমারের পাস থেকে বক্সের ভেতরে আবার শট নেন মেসি। এবার ঝাঁপিয়ে পড়ে আটকে দেন গোলরক্ষক। ৩৬তম মিনিটে এমবাপের ভলিও ফিরিয়ে দেন মাক্সিম।

পরপর দুইবার ঠেকালেও ৩৭তম মিনিটে আর হয়নি। মেসির আরেকটি চমৎকার থ্রু বল রিসিভ করে সোজা জালে পাঠান নেইমার। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও ভিএআরে অনেকটা সময় নিয়ে সিদ্ধান্ত আসে গোলের। এ নিয়ে আসরে পাঁচ ম্যাচে নেইমারের গোল সংখ্যা সাত।

প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে পিএসজির সুযোগ এসেছিল আরও একটা। এবারও ত্রাতা মাক্সিম, নেইমারের পাস থেকে করা মেসির শট ফিরিয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে আবারও মেসির ফ্রি কিক ঠেকিয়ে দেন গোলরক্ষক। অবশ্য পরের মিনিটেই ব্যবধান বাড়ান এমবাপ্পে। বাঁ প্রান্ত থেকে বেশ দূরেই পাস দেন মেসি। দৌড়ে বল রিসিভও করেন ফরাসি তারকা। অবশ্য না থেমেই তিনি বল পাঠিয়ে দেন জালে।

ম্যাচের ৬৮তম মিনিটে নেইমারকে তুলে নেন পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের। এরপর ম্যাচের ৭০তম মিনিটে এমবাপ্পের প্রচেষ্টা এগিয়ে এসে আটকে দেন গোলরক্ষক। এর ১২ মিনিট পরে এই ফরাসি তারকার আরও একটি শট ফিরিয়ে দেন মাক্সিম।

ম্যাচের ৮৩তম মিনিটে মেসিকে তুলে নেন পিএসজি কোচ। তার পরিবর্তে নামান মরক্কোর রক্ষণভাগের খেলোয়াড় আশরাফ হাকিমিকে।

যোগ করা সময়ে পিএসজিকে তৃতীয় গোলটি এনে দেন হুয়ান বের্নাত। এমবাপ্পের শট পোস্টে লেগে গোলরক্ষককে ছুঁয়ে বল যায় স্প্যানিশ ডিফেন্ডারের সামনে। কোনও ভুল না করে কাঁপিয়ে দেন জাল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION