বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
এম.এ আজিজ রাসেল:
পর্যটন নগরী কক্সবাজারে শুরু হচ্ছে ওয়ালটন ১ম রোলার স্কেটিং ম্যারাথন প্রতিযোগিতা-২০২২। ৫-১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রতিযোগিতায় সারা দেশের ২০০ (দুইশত) খেলোয়াড় অংশগ্রহণ করছে। প্রতিযোগিতাটি টেকনাফ হাজং পাড়া থেকে শুরু হয়ে সাবরাং জোন পর্যন্ত (২৬ কিমি.) হবে। এছাড়াও থাকছে স্কেট বোর্ড ও রোপ স্কিপিং খেলার প্রতিযোগিতা, রোলার স্কেটিং খেলার প্রদর্শনী, একটি আকর্ষনীয় স্কেটিং র্যালি এবং সবশেষে অংশগ্রহণকারী সকল স্কেটারদের নিয়ে বীচ ক্লিনিং কর্মসূচি।
সোমবার (০৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্রিফিংয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, আগামী ৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টায় লাবণী বীচে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, এতে বিশেষ অতিথি থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ।
অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল বলেন, ‘বিশ্ব অলিম্পিক সহ আন্তর্জাতিক পর্যায়ে রোলার স্কেটিং খেলা বেশ সমাদৃত। বিশ্বমানের এ খেলা ইতিমধ্যে বাংলাদেশেও অনেক জনপ্রিয়তা লাভ করেছে। দেশের প্রতিটি বিভাগীয় শহরে এবং রাজধানী ঢাকায় বিপুল উৎসাহ উদ্দীপনায় রোলার স্কেটিং খেলার চর্চা হচ্ছে। গতি ও শারিরীক সক্ষমতার খেলা হচ্ছে রোলার স্কেটিং এবং স্বল্প জায়গায় অতি অল্প খরচে শরীর ভাল রাখার খেলা হচ্ছে দড়ি লাফ বা রোপ স্কিপিং। আধুনিক বিশ্বের নান্দনিক এই খেলায় শত রকমের শারীরিক কসরত আছে। কক্সবাজারে প্রথম এই আয়োজন পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ‘রোলার স্কেটিং এবং রোপ স্কিপিং সমগ্র বাংলাদেশে জনপ্রিয় করার লক্ষে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন জেলা পর্যায়ে রোলার স্কেটিং এবং রোপ স্কিপিং খেলা প্রশিক্ষণ কর্মসূচি একটি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। এর উদ্দেশ্য হলো বাংলাদেশের সকল জেলায় এই খেলার প্রশিক্ষণ প্রদান ও সকলের কাছে জনপ্রিয় করা। এ লক্ষ্যে ওয়ালটন গ্রুপ এই আয়োজনের গর্বিত অংশীদার হিসেবে পাশে আছে।’
এসময় বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় প্রশিক্ষক আশরাফুল আলম মাসুম, পর্যটন করপোরেশনের ম্যানেজার রায়হান উদ্দিন আহমেদ ও জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকী।
ভয়েস/আআ