বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

এবারের বিশ্বকাপটা হবে মেসির

মেসি,ফাইল ছবি

খেলাধুলা ডেস্ক:

কাতারে ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলবেন লিওনেল মেসি। ২০০৬ ও ২০১০ সালে কোয়ার্টার ফাইনাল, ২০১৪তে রানার্সআপ আর গত আসরে শেষ ষোলোতে থেমে যায় মেসির স্বপ্নযাত্রা। তবে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সাবেক সতীর্থ র‌্যামন দিয়াজ মনে করেন, এবারের বিশ্বকাপটা হবে মেসির।

১৯৭৯ থেকে ১৯৮২ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলে ২২ ম্যাচ খেলেন র‌্যামন দিয়াজ। ক্লাব ক্যারিয়ার বেশ সমৃদ্ধ তার। রিভার প্লেট, নাপোলি, ফিওরেন্তিনা, ইন্টার মিলান, মোনাকোর মতো ক্লাব মাতিয়েছেন। ১৯৯৫ সালে শুরু করেন কোচিং। রিভার প্লেট দিয়ে শুরু। প্যারাগুয়ে জাতীয় দলের কোচ ছিলেন ২০১৪-২০১৬ পর্যন্ত। বর্তমানে সৌদি আরবের আল হিলাল ক্লাবের দায়িত্বে আছেন তিনি।

আল হিলালে সৌদি আরব জাতীয় দলের অনেক ফুটবলার রয়েছেন। কাতারের লুসাইল স্টেডিয়ামে সুপার কাপ জেতার পর র‌্যামন দিয়াজ বলেন, আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি যদি সৌদি আরব সম্পর্কে কোনো তথ্য জানতে চান, তাহলে এ ব্যাপারে সহযোগিতা করতে প্রস্তুত। বিশ্বকাপে ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার অন্যতম প্রতিপক্ষ সৌদি আরব। শনিবার কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে আল হিলাল মুখোমুখি হয় মিসরের জামালেক ক্লাবের।

বিশ্বকাপের জন্য স্টেডিয়ামটি কতটুকু প্রস্তুত তা জানতে সুপার কাপের আদলে এই ম্যাচ আয়োজন করে কাতারি কর্তৃপক্ষ। ৮০ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামে উপস্থিতি ছিল ৭৭ হাজারেরও বেশি। ম্যাচের আগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজিতে আলোকিত হয়ে ওঠে লুসাইল স্টেডিয়াম। বিখ্যাত মিশরীয় গায়ক আমর দিয়াবের কণ্ঠে গান উপভোগ করেন দর্শকরা। নির্ধারিত সময়ে ১-১ সমতার পর পেনাল্টি শুটআউটে ৪-১ গোলে লুসাইল সুপার কাপ জিতে নেয় আল হিলাল। এই লুসাইল স্টেডিয়ামে ১৮ই ডিসেম্বর বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। এ ভেন্যুতে অন্তত দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION