বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন
এম.এ আজিজ রাসেল:
কক্সবাজারে শেষ হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট। শনিবার বিকালে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে পেকুয়ার কাছারি মুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রামু উপজেলার মনিরঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ৬-৭ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মহেশখালীর নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপে সেরা গোলদাতা হয় মহেশখালীর মাবুদ ও সেরা খেলোয়াড় হয় একই উপজেলার তারেক। এছাড়া বঙ্গমাতায় সেরা গোলদাতার মুকুট লুফে নেয় মহেশখালীর বৃষ্টি ও সেরা খেলোয়াড় নির্বাচিত হয় রামুর তাসরিয়া সুলতানা।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।
তিনি বলেন, কক্সবাজারের ৪ জন ছেলে ও ১ জন মেয়ে জাতীয় দলে খেলছেন। এই আয়োজনের মধ্য দিয়ে গ্রামে ছেলেমেয়েদের মধ্যে খেলাধুলা ও শরীরচর্চার প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি তৃণমূল থেকে ভাল মানের খেলোয়াড়। যারা কক্সবাজার তথা পুরো দেশের সুনাম বয়ে আনবে।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন ও জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকী।
এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জেছের আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকরাম উল্লাহ চৌধুরী।
পরে বিজয়ী-বিজিতদের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তুলে দেন অতিথিরা।
ভয়েস/আআ