বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিএনপির শব্দবোমার হুমকীতে শুধু বিশৃংখলা সৃষ্টি ছাড়া সরকার পতন সম্ভব নয়-নানক

বিশেষ প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘আওয়ামী লীগ পালাবার দল নয়, বিএনপির শব্দবোমার হুমকীতে শুধু বিশৃংখলা সৃষ্টি ছাড়া সরকার পতন সম্ভব নয়।

আজ শুক্রবার রাত সাড়ে ৮টারদিকে কক্সবাজারে একটি তারকামানের হেটেলে জেলা আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের তিনি একথা বলেন।

নানক বলেন, আগামী ১৭ অক্টোবর সারাদেশে জেলা পরিষদের নির্বাচন। দলীয় প্রতীকে নির্বাচন না হলেও আওয়ামীলীগের দলীয় প্রার্থী রয়েছে। তাই, দলীয় প্রার্থীকে আওয়ামীলীগের কোন নেতাকর্মী বিরুদ্ধে বা ভোট না দিলে খবর আছে। এটি আমার কথা নয়, এটি জননেত্রী ও প্রধানমন্ত্রীর কথা।

এরআগে দুপুরে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে জেলা ছাত্রলীগ আয়োজিত সন্ত্রাস জঙ্গীবাদ ও মৌলবাদ বিরোধী ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এসময় জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে আওয়ামীলীগ। গণতান্ত্রিক পন্থায় দেশ পরিচালনা কিভাবে করতে হয় শেখ হাসিনা দেখিয়ে দিয়েছে।

তিনি বলেন, এ দেশে বিএনপির রাজনীতি মানে সন্ত্রাস জঙ্গীবাদের উন্থান। বিএনপি চেয়েছিল ৭১ এর বিজয়ী কেউ এ দেশ পরিচালনায় না আসুক। কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে ৭১ এর বিজয়ী শক্তি ক্ষমতায় আসার পর শেখ হাসিনাকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আর হলি আর্টিজানের মতো জঙ্গীদের স্বমুলে নির্মূল করে শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছে এ দেশে জঙ্গীবাদে মদদ দেয়া কোন গোষ্ঠীর স্থান নেয়।

দেশে আজ উন্নয়নের জোয়ার বইছে জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, শুধু কক্সবাজারকে নিয়ে ভাবুন। আন্তর্জাতিক বিমানবন্দর, মাতরবাড়িতে মহাযজ্ঞ, দীর্ঘ মেরিনড্রাইভ, আঞ্চলিক বিকেএসপিসহ প্রায় অর্ধ হাজার কোটি টাকার উন্নয়নযজ্ঞ চলছে শুধু কক্সবাজারেই।

মির্জা ফখরুলের উদ্দেশ্যে নানক বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব পাকিস্তানপ্রীতি ভুলতে পারেন না। কারণ, পাকিস্তানপ্রিয় একটি দল থেকে তার সৃষ্টি। তিনি পাকিস্তানপ্রিয় একটি দল খুঁজে পেয়েছিলেন। সেই দলটির নাম হলো বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি)। এই বিএনপির স্রষ্টা ও পাকিস্তানের পাহারাদার ছিলেন খুনি জিয়াউর রহমান। তিনিও নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন এখন।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, চট্টগ্রামে যে সমাবেশ করেছে বিএনপি। সমাবেশ আওয়ামীলীগের ছাত্র সংগঠন ছাত্রলীগই যথেষ্ঠ। আর কোন কাউকে লাগবে না। কত মানুষ জমায়েত হয় দেখার আহবান জানান তিনি। তাছাড়া ক্ষমতায় আসার দিন তারিখ দিয়ে লাভ নেয়। কারণ আমরা আপনাদের চিনি। ১০ ডিসেম্বর ক্ষমতায় আসার ঘোষণা কেন দিয়েছেন তাও জানি। কারণ সেটি বিজয়ের মাস। আপনারা তো এদেশের মানুষের বিজয় দেখতে চান না।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম-বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, মহিলা আওয়ামীলীগের সভাপতি সাফিয়া খাতুন, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, আওয়ামীলীগের সাবেক এমপি ও জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মোস্তাক আহমদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, যুগ্ন সম্পাদক মাহবুবুল আলম ও উখিয়া-টেকনাফ আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদি সহ অন্যান্যরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION