বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মালিক ইলন মাস্ক, ‘টুইটার’ ত্যাগ করছেন অনেক তারকা

ইলন মাস্ক,ফাইল ছবি

বিনোদন ডেস্ক:

দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে টুইটার কিনে নিলেন ইলন মাস্ক। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এক টুইট বার্তায় তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নিয়েছেন তিনি।

এদিকে ইলন মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে টুইটার ব্যবহারকারীদের মাঝে। অনেকেই মাস্কের নতুন মালিকানাকে স্বাগত জানিয়েছেন।

তবে একটি বিরাট অংশ নতুন মালিকানার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারকাদের মধ্যেও অনেকেই টুইটার ত্যাগ করার ঘোষণা দিয়েছেন।

লেখক-প্রযোজক ও শো চালক ব্রায়ান কপেলম্যান নিজের টুইট বার্তায় লিখেছেন, ‘সত্যি বলতে গেলে, ইনস্টাগ্রাম এবং টিকটক থেকে বিরতি নেওয়ার সময় হয়েছে। এখান থেকে বের হয়ে একটু শ্বাস নেওয়ার চেষ্টা করব। ’ ‘রাউন্ডার্স’-এর লেখক এর আগে টুইট করে লিখেছিলেন, ‘মাস্ক যখন টুইটার গ্রহণ করেছে, তখন আমি টুইটার থেকে দীর্ঘ বিরতি নেওয়ার যুক্তি দেখতে পাচ্ছি। ’

‘বিল অ্যান্ড টেড’ তারকা অ্যালেক্স উইন্টারও একইভাবে প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছেন। তিনি তার টুইট ইতিহাস মুছে ফেলে একটি লিংকট্রি ঠিকানা রেখে দিয়েছেন এবং মাস্কের টুইটার গ্রহণ করার বিষয়ে একটি মেম পোস্ট করেছেন। সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং কানি ওয়েস্টের সাথে টুইটারের নতুন প্রধানকে ‘থ্রি মাস্কেটিয়ার’ হিসেবে চিত্রিত করেছে মেমটি।

টুইটার প্রসঙ্গে অভিনেত্রী মিয়া ফ্যারো বলেছিলেন যে তিনি টুইটার প্ল্যাটফর্ম থেকে পালিয়ে যাবেন যদি এটি মাস্কের অধীনে আসে। এটি আরো বিষাক্ত হয়ে উঠতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। পরে অবশ্য নিজের সেই টুইট বার্তাটি মুছে ফেলেন এই অভিনেত্রী।

এর আগে শে-হাল্ক অভিনেত্রী জামিলা জামিলও টুইটার ছেড়ে দিয়েছিলেন। টুইটারের মালিকানা বদল হতে পারে এমন সংবাদে তিনি ঘোষণা করেছিলেন যে ‘মুক্ত আলোচনার প্ল্যাটফর্মটিকে সম্পূর্ণ অনাচার, ধর্মান্ধতা এবং দুর্বৃত্তায়নের চূড়ান্ত রূপে পৌঁছতে সাহায্য করবে আগামী মালিকানা। ’ যদিও তিনি মাস্কের নাম উল্লেখ করেননি। পরে তিনি টুইটটি মুছে ফেলেন এবং প্ল্যাটফর্মে ফিরে আসেন।

তবে বাম ঘরানার অন্য তারাকারা তাদের মতামত প্রকাশ করতে টুইটারে থাকার জন্য উৎসাহিত করছেন মানুষকে। অন্তত আসন্ন মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত টুইটারে থাকার পরামর্শ দিচ্ছেন তারা। পরিচালক এবং অ্যাক্টিভিস্ট রব রেইনার, যিনি এর আগে মাস্কের টুইটার নেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন, নিজের নতুন টুইটা বার্তায় লিখেছেন, ‘যারা আমাদের সাংবিধানিক গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করছেন, তাদের জন্য এখন টুইটার ছাড়ার সময় নয়। এখনই সময় নীলকে ভোট দেওয়ার!’

এদিকে প্ল্যাটফর্মের অন্যান্য প্রগতিশীলরা জানিয়েছেন যে তারা আপাতত থাকছেন, তবে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হলে তারা অবশ্যই টুইটার ত্যাগ করবেন। মাস্ক অবশ্য এ বিষয়ে আগেই ইঙ্গিত দিয়েছিলেন। টুইটারের মালিকানা হাতে আসার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

সূত্র : দ্য হলিউড রিপোর্টার

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION