বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০২:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সাকিবের দৃষ্টি নেই ক্রিকেটে

খেলাধুলা ডেস্ক:

সাকিব আল হাসানের পরিবার থাকে যুক্তরাষ্ট্রে। বছরের বড় একটা সময় তাই সেখানেই কাটে তার। মাঝেমধ্যেই আসেন বাংলাদেশে। ব্যক্তিগত আর ব্যবসায়ীক কাজে দেন সময়। পাশাপাশি ক্রিকেটেও সময় অতিবাহিত করেন। অনেকটা আইসিসির সহযোগী দেশগুলোর ক্রিকেটারদের মতো। যারা সারা বছর বিদেশী পেশাদার লিগে খেলে বেড়ান। আর বৈশ্বিক কোনো টুর্নামেন্টের আগে সেসব দেশের জাতীয় দলে যোগ দেন। টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়কও যেন এখন তেমনই পরিযায়ী এক ক্রিকেটার।

জীবনের শেষ টেস্ট ম্যাচ খেলার আগে শচীন টেন্ডুলকার তার স্বাভাবিক অনুশীলনই বজায় রেখেছিলেন। ব্যাটিং নিয়ে করেছিলেন কোচের সঙ্গে আলোচনা, ভিডিও অ্যানালিস্টের কাছ থেকে জেনেছিলেন নিজের ঘাটতিগুলো। যেসব অনুশীলনে কাটিয়েই শেষবারের মতো খেলতে নেমেছিলেন সাদা পোশাকের ক্রিকেটে। কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডার প্রস্তুতি ছাড়াই খেলতে নেমে যান।

তবে সাকিবকে বলা হয় সহজাত ক্রিকেটার। তিনি প্রস্তুতি ছাড়াই খেলতে নেমে উপহার দেন দুর্দান্ত কিছু ইনিংসের। কোভিড থেকে সেরে উঠেই চট্টগ্রামে টেস্ট খেলতে নেমে হয়েছিলেন টাইগারদের সেরা পারফরমারদের একজন।

যদিও একাই ব্যবধান গড়ে দিতে পারা সেই সাকিবকে এখন আর দেখা যায় না। ক্রিকেটিয় প্রস্তুতির ঘাটতির কারণেই এসব হয়ে থাকে বলে মনে ক্রিকেট বিশ্লেষকরা। বিসিবির ভাবনায় সাকিবকে ঘিরে থাকলেও অধিনায়কের ভাবনায় এখন আর ক্রিকেট নেই বলে মনে করেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার ইশতিয়াক আহমেদ।

‘নট আউট নোমান’ এর লাইভে যুক্ত হয়ে ইশতিয়াক বলেন, ‘সাকিব ব্যাটসম্যানকে খুব ভালো পড়তে পারে। পরের বলে কি শট খেলতে পারে এটা বুঝে। তাই এমন কিছু ডেলিভারি দেয় যাতে ব্যাটার বিভ্রান্ত হয়। এরকম কিছু সে জিম্বাবুয়ের বিপক্ষে সে করে ফেলতে পারে, এবং ম্যাচও জিতিয়ে দিতে পারে। কিন্তু দেশের ক্রিকেটের জন্য এটা কখনও মঙ্গল বয়ে আনবে না।’

ইশতিয়াক যোগ করেন, ‘সাকিব বিসিবির প্রায়োরিটির জায়গায় রয়েছে। তাকে ঘিরেই টাইগাদের আগামী দিনের টি-টোয়েন্টি দলের স্বপ্ন দেখে বোর্ড। কিন্তু অধিনায়ককে দেখে মনে হয়, তার ভাবনায় এখন আর ক্রিকেট নেই।’

যার ভাবনাতেই এখন আর ক্রিকেট নেই তাকে অধিনায়ক করেই বিশ্বকাপ খেলতে গেছে টাইগাররা। এর জ্বলন্ত উদাহরণ গত কিছুদিনে সাকিবের উড়ে বেড়ানো। এশিয়া কাপ ব্যর্থতার পর টাইগাররা অনুশীলনের সুযোগ পায়নি। বিশ্বকাপের প্রস্তুতির জন্য নুরুল হাসান সোহানরা দুবাইতে আরব আমিরাতের সঙ্গে লড়াই করেছেন। বিশ্বকাপ স্কোয়াডের সবাই গেলেও সেখানে যাননি নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বেছে নেন সিপিএলকে। সেখানে প্রথম দুই ম্যাচে নিজেকে মেলে না ধরতে পারলেও পরের দুই ম্যাচে হয়েছিলেন ম্যাচসেরা। তাতে শেষ চারে নাম লেখায় তার দল। কিন্তু শেষ দুটি খেলায় হাসেনি তার ব্যাট, দলও পায়নি জয়। তাতে অ্যামাজন ওয়ারিয়র্সের আর খেলা হয়নি ফাইনাল।

তবে সাকিবের সেখানকার প্রস্তুতির ঝলক দেখা গেছে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে। দুটি ফিফটিতেই তিনি ফিরে পেয়েছেন টি-টোয়েন্টিতে বিশ্বসেরা অলরাউন্ডারের মুকুট। তবে বল হাতে ছিল না কোনো উইকেট।

এই সিরিজ শুরুর আগে অবশ্য বিতর্কে নাম জড়ায় অধিনায়ক সাকিবের নাম। দলের সঙ্গে নিউজিল্যান্ড যাননি তিনি। সিপিএল শেষে যুক্তরাষ্ট্র গিয়ে সেখান থেকে যান নিউজিল্যান্ডে। কিন্তু ভিসা জটিলতা ও ফ্লাইট শিডিউল মেলাতে না পারায় সময়মতো দলের সঙ্গে যোগ দিতে পারেননি। তাতে ভ্রমণক্লান্তির কারণে খেলতে পারেননি পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটি।

সেই সিরিজে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখালেও ধারাবাহিকতা নেই বিশ্বকাপে। প্রথম দুই ম্যাচেই এক অংকের রানে থাকতেই আউট হয়েছেন। তাতেই ফের আলোচনায় তার ফর্ম। তাছাড়া বিশ্বকাপ শুরুর আগে ব্রিসবেনে প্রবাসীদের অনুষ্ঠানে গিয়ে বিব্রতকর কাণ্ড ঘটানো, সিডনিতে বিসিবির অনুমতি না নিয়েই প্রবাসীদের সংবর্ধনায় যোগদান। এসব বিতর্কেও রয়েছে টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়কের নাম।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION