বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

তার প্রতি আমার সম্মান নেই

খেলাধুলা ডেস্ক:

ম্যানচেস্টার ইউনাইটেডে স্যার অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে যে সুসম্পর্ক ছিল, তার প্রতি শ্রদ্ধা ছিল, সেটাই হয়তো ক্রিস্টিয়ানো রোনালদোকে আজকের অবস্থানে আসতে ভূমিকা রেখেছে। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার যখন আবার ম্যানইউতে পা রাখলেন, তখন পরিবেশ আর আগের মতো নেই। অশান্তি, আর অশান্তি। প্রভাব পড়েছে পারফরম্যান্সেও। চলতি মৌসুমে রোনালদো মূল একাদশে ছিলেন মাত্র চার ম্যাচে!

ম্যানইউর বর্তমান কোচ এরিক টেন হ্যাগের সঙ্গে রোনালদোর বনিবনা হচ্ছে না, সেটা স্পষ্ট। বিষয়টি আরও পরিষ্কার হলো পিয়ার্স মর্গ্যানের সঙ্গে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর সাক্ষাৎকারে। ডাচ কোচের সঙ্গে তিক্ততা আর ওল্ড ট্র্যাফোর্ডে অশান্তির মধ্যে আছেন, প্রকাশ করলেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড।

টেন হ্যাগের ব্যাপারে রোনালদো বললেন, ‘তার প্রতি আমার সম্মান নেই কারণ সে আমার প্রতি সম্মান দেখায় না। আপনার যদি আমার প্রতি সম্মান না থাকে, আমি কখনোই আপনাকে সম্মান করবো না।’

রোনালদো আরও বললেন, তিনি ম্যানইউতে প্রতারিত হয়েছেন এবং ক্লাবের বিভিন্ন সমস্যার কারণে তাকেই দোষারোপ করা হয়েছে। এসব কারণে নিজেকে ‘কালো ভেড়া’ মনে হয় তার।

এখনও ম্যানইউর ভালো চান রোনালদো, তবে ওল্ড ট্র্যাফোর্ডে সবকিছু সঠিকভাবে হচ্ছে না। তিনি যোগ করলেন, ‘আমি মনে করি ভক্তদের সত্যিটা জানা উচিত। আমি ক্লাবের ভালো চাই। এ কারণে আমি ম্যানইউতে এসেছি। কিন্তু ভেতরে ভেতরে এমন কিছু হচ্ছে যেটা সিটি, লিভারপুল, এমনকি এখনকার আর্সেনালের মতো (আমাদের) সেরা অবস্থানে পৌঁছাতে সাহায্য করছে না। এই মাত্রার ক্লাবের উচিত সেরা তিনে থাকা, আমার মতে। কিন্তু দুর্ভাগ্যবশত তারা সেই জায়গায় নেই।’

বিশ্বকাপ বিরতি শুরু হয়েছে। ফুলহ্যামের বিপক্ষে সবশেষ ম্যাচেও বাদ পড়েন রোনালদো। একই সময়ে ক্ষোভ প্রকাশ করলেন। সব মিলিয়ে প্রশ্ন তোলাই যায়, ম্যানইউর সঙ্গে ইতি টেনে ফেলছেন তিনি!

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION