মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ব্যক্তিগত জমি চাষ না করলে তা খাস করা হবে, এটি গুজব

ভয়েস নিউজ ডেস্ক:

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘কারো ব্যক্তিগত জমি চাষ না করলেই তা খাস করা হবে, এটি সম্পূর্ণ গুজব। এমন কোনো নিয়ম বা পদ্ধতি নেই।’

সোমবার (১৪ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সম্প্রতি বেশকিছু জায়গায় একটা বড় গুজব চলছে যে, যেসব জমিতে চাষ করা হবে না, সেগুলো খাস হয়ে যাবে। গতকাল কমিশনারদের সভায় কৃষি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভূমি সচিব উপস্থিত ছিলেন। সেখানে আমরা ক্লিয়ার ইন্সট্রাকশন দিয়েছি। কারো জমি চাষ না করলে খাস করব, এরকম কোনো পদ্ধতি নেই। খাস করার একটা আলাদা পদ্ধতি আছে। একটা গুজব চারদিকে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘যদি দুই-এক জায়গায় কোথাও কেউ করেও থাকে, তাহলে এরইমধ্যে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে, যেন কেউ এই ধরনের কোনো ব্যবস্থা না নেয়। কোনো জমি খাস করার দরকার হলে প্রয়োজনীয় সব ধরনের নিয়ম মেনে করতে হবে।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION