বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন
করোনা শনাক্তের পর নগরের ইপিজেড এবং বায়েজিদ থানাধীন এলাকার দুটি বাড়ি লকডাউন করা হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে বাড়ি দুটি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন ইপিজেড ও বায়েজিদ থানার ওসি।বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, গতরাতে বায়েজিদ থানাধীন এলাকার এক নারী করোনা আক্রান্ত হওয়ার পর খবর পেয়ে বাড়িটি লকডাউন করা হয়েছে।
অন্যদিকে, ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ নুরুল হুদা বলেন, খবর পেয়ে ইপিজেডের তালতলা এলাকায় একটি বাড়ি লকডাউন করা হয়েছে। সেখানে পুলিশ ফোর্স মোতায়েন রাখা রয়েছে।
এর আগে গতকাল রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি চট্টগ্রামে নতুন ৩ জন আক্রান্তের খবর জানান। এদের মধ্যে এক পুলিশ সদস্যসহ দুই জন নারী রয়েছে।এই দুই নারীর মধ্যে একজনের বাড়ি ইপিজেড থানার তালতলা এলাকায় এবং অন্যজনের বাড়ি বায়েজিদ থানার বাংলাবাজার পূর্বাঞ্চল এলাকায়।
ভয়েস/আআ