বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পেলের জন্য ব্রাজিলিয়ানদের প্রার্থনা

খেলাধুলা ডেস্ক:

দোহার মিশেরেব ডাউন টাউনে কনমেবল কর্নারে হাস্যোজ্জ্বল পেলের মূর্তিকে ঘিড়ের জটলা ব্রাজিল সমর্থকদের। কিংবদন্তি ফুটবলার ভালো নেই। গতকাল বিকেলে তাই তার সুস্থতা কামনায় সুরে সুরে প্রার্থনা করছিলেন বিশ্বকাপ দেখতে আসা একঝাঁক ব্রাজিলিয়ান।

মঙ্গলবার পেলেকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হসপিটালে ভর্তি করা হয়েছিল হৃদযন্ত্র ঠিকঠাক কাজ করছিল না বলে। ৮২ বছর বয়সের শরীরটাতে নানা জটিল রোগ বাসা বেঁধেছে। ধরা পড়েছে কোলন টিউমার। তার জন্য চলছে কেমোথেরাপি। তবে সম্প্রতি কেমো শরীরে কাজ না করায় অসুস্থ হয়ে পড়েন ব্রাজিলের ইতিহাসের সেরা ফুটবলার। তাই তাকে দ্রুত ভর্তি করানো হয় হাসপাতালে। এখনো সেখানেই চিকিৎসা নিচ্ছেন পেলে। অবস্থা কিছুটা উন্নতির দিকে। তারপরও একেবারে সংকট কেটে যায়নি। পেলের অসুস্থতার খবরে উদ্বিগ্ন ব্রাজিলের ফুটবলাররাও। ক্যামেরুনের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচের আগে কাল সংবাদ সম্মেলনে এসে পেলের প্রতি শুভ কামনা জানিয়েছেন সেলেসাওদের কোচ তিতে, ‘আমরা সবাই পেলের সুস্থতা কামনা করছি। তিনি আমাদের সবচেয়ে বড় বহির্জাগতিক প্রতিনিধি। পার্থিব জগতটা সুন্দর হয়েছে তার সৃষ্টিতে। তিনি আছেন আমাদের সবার অনুভূতিতে।’

সাও পাওলো থেকে দোহায় বিশ্বকাপ দেখতে আসা হোসে ব্রেনো কনমেবল কর্নারে পেলের জন্য প্রার্থনার এক ফাঁকে বলেন, ‘ব্রাজিল ফুটবলের বিশ্বজোড়া জনপ্রিয়তার অগ্রনায়ক পেলে। তিনিই এই জাতিকে দেখিয়েছেন আকাশ ছোঁয়ার স্বপ্ন। পেলের কারণেই বিশ্ব ফুটবলের ইতিহাস এতটা সমৃদ্ধ। তার অসুস্থতায় তাই আমরা সবসময় উদ্বিগ্ন হই। আর মনেপ্রাণে চাই তার সুস্থতা।’ পাশে দাঁড়িয়েছিলেন এক আর্জেন্টাইন সমর্থক। যতই ফুটবল বৈরিতা থাকুক, ম্যারাডোনা আর পেলেকে নিয়ে যতই বিতর্ক থাকুক, পেলের অসুস্থতার খবর ছুঁয়ে গেছে রোজারিও থেকে আসা পাবলো ফার্দিনান্দের হৃদয়েও। ম্যারাডোনাকে হারানোর শোক এখনো ভুলতে পারেনি আর্জেন্টাইনবাসী। এই জায়গাটাতেই ২৫ নভেম্বর আর্জেন্টাইনরা ম্যারাডোনার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করেছে। সেখানে পেলের জন্য প্রার্থনায় অংশ নিয়ে ফার্দিনান্দ বলেন, ‘একজন কিংবদন্তি হারানোর ব্যথাটা আমরা বুঝি। ম্যারাডোনা নেই, এটা ভাবতে এখনো আমাদের কষ্ট হয়, দীর্ঘশ্বাস ফেলি। ম্যারাডোনা আমাদের কাছে যেমন, ব্রাজিলিয়ানদের কাছে পেলে ঠিকই সেই জায়গায় দাঁড়িয়ে। আমাদের মধ্যে মাঠে যতই বিরোধ থাকুক সেটা মাঠেই শেষ। পেলেও ম্যারাডোনার মতো বিশ্ববাসীকে আনন্দ দিয়েছেন ফুটবল খেলে। তাই তার সুস্থতা কামনা করছি।’

দূর সাও পাওলোতে প্রিয় তারকার অসুস্থতায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিশ্বকাপ কভার করতে আসা প্রায় ৪০০ ক্রীড়া সাংবাদিকও। সেই দলেরই অন্যতম বয়স্ক ক্রীড়া সাংবাদিক বাতিস্তা নাদাল ওরিসেস পেলেকে অনুসরণ করে আসছেন সেই ১৯৭০ সাল থেকে। প্রিয় তারকার অসংখ্য ম্যাচের সাক্ষী ৭৭ বছরের নাদাল বলেন, ‘নাসিমেন্তোর অসুস্থতার কথা শুনে আর কাজে মন বসাতে পারছি না। ঈশ্বর তাকে সুস্থ করে দিন।’

ব্রাজিলের পাঁচ বিশ্বকাপ শিরোপার তিনটিতে ছিল পেলের অবদান। মহানায়কের অসুস্থতার খবরটা দোহার পথঘাট মাতিয়ে রাখা ব্রাজিল সমর্থকদের জন্য এক বড় ধাক্কা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION