সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৮:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কথা বলতে পারছেন না উরফি! হয়েছে ল্যারিংজাইটিস রোগ!

বিনোদন ডেস্ক:
উরফি জাভেদ আর বিতর্ক এখন সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। এই ভাইরাল তারকার পোশাক নিয়ে হামেশাই চর্চা হয়। খোলামেখা পোশাক পরে বহুবার তোপের মুখে পড়েছেন উরফি। যদিও সেই নিয়ে বিন্দুমাত্র মাথাব্যাথা নেই উরফির, ‘আমার শরীর, আমার ইচ্ছে’- এই কথাই বারবার বলতে শোনা গিয়েছে বিগ বস ওটিটি খ্যাত উরফি জাভেদকে।

বিকিনি পরে প্রকাশ্য রাস্তায় ঘুরে বেড়ান উরফি, আবার কখনও গোপনাঙ্গ ঢাকেন মোবাইল ফোন বা রঙ দিয়ে। আপতত দুবাইতে রয়েছেন এই ফ্যাশনিস্তা। মরু শহরে বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে পৌঁছেছেন উরফি, সেখানে পৌঁছে নায়িকার অসুস্থ হয়ে পড়ার খবরও সামনে এসেছে।

এবার কোনও বাহারি পোশাক পরে নয়, উরফিকে দেখা গেল অন্য রূপে। চোখের তলায় কালি, উস্কোখুস্কো চুলে দুবাইয়ের হাসপাতালের বিছানায় বসে রয়েছেন উরফি। চিকিৎসকরা জানিয়েছেন, ল্যারিংজাইটিসে ভুগছেন তিনি। কী এই রোগ?

এই রোগ মূলত ভোকাল কর্ড বা স্বরযন্ত্রের সংক্রমণ। ভাইরাস বা ব্যাক্টেরিয়ার হানায় এই সংক্রমণ হয়। ৩ সপ্তাহের বেশি সময় ধরে এই সংক্রমণ চললে রোগী ক্রনিক ল্যারিংজাইটিসে আক্রান্ত হন। মূলত ভাইরাল ল্যারিংজাইটিসে আক্রান্ত রোগীই বেশি পাওয়া যায়। এ ছাড়াও অতিরিক্ত ধূমপান, মদ্যপান, স্বরযন্ত্রের উপর বাড়তি চাপ, অ্যালার্জি, ব্রঙ্কাইটিসের কারণেও এই রোগে ভুগতে হতে পারে। এই রোগের উপসর্গ কী?

১) কণ্ঠস্বরে পরিবর্তন ও কথা বলার সময় কর্কশ ভাব।

২) গলা ব্যথা, মাথা যন্ত্রণা, জ্বর।

৩) খুসখুসে কাশি।

৪) শ্বাস নেওয়ার সময় সাঁই সাঁই শব্দ।

কী ভাবে সেরে উঠবেন?

১) বেশি মাত্রায় পানি খেতে হবে যাতে ভাইরাস ও ব্যাক্টেরিয়াগুলি শরীর থেকে বেরিয়ে যেতে পারে।

২) যে কোনও রকম ধোঁয়া এড়িয়ে চলতে হবে।

৩) উষ্ণ লবণপানি দিয়ে দিনে যত বার সম্ভব গার্গল করা।

৪) গরম পানির ভাপ নেওয়া,

৫) এই রোগে আক্রান্ত হলে দ্রুত সুস্থ হওয়ার একমাত্র উপায় কথা কম বলা। কথা বললেই স্বরযন্ত্রে ঘষা লাগবে আর সংক্রমণ আরও ছড়িয়ে পড়বে।

এর মাঝেই জানা গেল চমকে দেওয়ার মতো খবর। খোলামেলা পোশাক পড়ে ভিডিও শ্যুট করায় দুবাই পুলিশের রোষানলে এই বলিউড তারকা!

নিজের ডিজাইন করা একটা কাটা-ফাটা পোশাক করে ভিডিও শ্যুট করছিলেন উরফি। তখনই বাধা দেয় পুলিশ। যদিও সমস্যা তার পোশাক ঘিরে নয়, যে জায়গাতে উরফি ওই ভিডিও শ্যুট করছিলেন সেটা সর্বসাধারণের ব্যবহারের জায়গা। আর ওই জায়গায় ওই ধরণের খোলামেলা পোশাক পরে ভিডিও শ্যুট করবার অনুমতি নেই দুবাইয়ে।

সেই কারণে তাকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। শোনা যাচ্ছে, ভারতে ফেরার টিকিট বাতিল হতে পারে উরফির।

সূত্র: হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION