মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১২:০০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

লড়াইয়ে নামছেন মেসি-রোনালদো

খেলাধুলা ডেস্ক:
হিসাব হয়তো মিটেই গেছে তাদের। একসময়ে তাদের মুখোমুখি লড়াই দারুণ উত্তেজনা ছড়াত। ব্যালন ডি’অরের কাড়াকাড়িতেও ছিলেন তারা দুজন। অথচ এখন গতি বাড়িয়ে অনেক দূর চলে গেছেন লিওনেল মেসি। বিশ্বকাপ জয় তাকে পেলে, দিয়েগো ম্যারাডোনাদের উচ্চতায় উঠিয়েছে। একসময় (২০১৬-তে) ইউরো জিতে ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন এগিয়ে। তবে সেসব দূর অতীত। মেসি এখনো ইউরোপে আছেন কিন্তু রোনালদো সেখান থেকে অনেক দূরে এশিয়ায়। যারা ভেবেছিলেন তাদের আর মুখোমুখি দেখার সুযোগ নেই! তাদের আক্ষেপ মিটিয়ে দিল সম্প্রীতি। এই সম্প্রীতি বা প্রীতিম্যাচেই সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় ১১টায় লড়াইয়ে নামছেন মেসি-রোনালদো।

সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে এখনো মাঠে নামতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। হলুদ জার্সিতে তাকে মাঠে দেখার অপেক্ষায় ফুটবলভক্তরা। রবিবার সেই অপেক্ষা ফুরাবে। তার আগেই ডাবল আনন্দ নিয়ে আসছে আজকের ম্যাচ। রিয়াদ সিজন কাপ নামের প্রীতিম্যাচে পিএসজির বিপক্ষে খেলবে আল নাসর ও আল হিলাল ক্লাবের খেলোয়াড়দের নিয়ে গড়া রিয়াদ ইলেভেন। স্বাগতিকদের নেতৃত্ব দেবেন রোনালদো।

তাদের দুজনের লড়াইটা যেন শেষ হওয়ার ছিল না। মাঠে বা মাঠের বাইরে কে সেরা তা নিয়ে দুজনের সমর্থক-ভক্তরা আলোচনা করতই। গত বিশ্বকাপের পর এই আলোচনায় ভাটার টান পড়েছে। আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দেওয়ায় সর্বকালের সেরাদের একজন হয়েছেন মেসিই। পেছনে ফেলেছেন রোনালদোকে। এদিকে বিশ্বকাপের পর রোনালদো সৌদি আরবের ক্লাবে যোগ দিলে পর্তুগিজ কিংবদন্তির সঙ্গে আর্জেন্টাইন কিংবদন্তির তুলনা হওয়ার আর কোনো সুযোগই ছিল না। কারণ মাঠে তাদের লড়াইয়ের সম্ভাবনা আর নেই। সেই আশঙ্কা দূর করে আবারও তাদের লড়াই দেখার সুযোগ চলে এলো।

রোনালদো অবশ্য পুরো ম্যাচ খেলবেন কিনা সন্দেহ। আল নাসেরের কোচ রুডি গার্সিয়া জানিয়েছেন, ম্যাচের প্রথম ৪৫ মিনিটে নিজেকে প্রস্তুত করার জন্য খেলবেন। তার দলটিতে বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানো সৌদি আরবের হয়ে গোল করা সালেম আল-দাওসারি এবং সৌদ আবদুল হামিদ খেলেবেন।

ম্যাচটি নিয়ে উত্তেজনার শেষ নেই। ধারণা করা হচ্ছে ৬৮ হাজার লোকের ধারণক্ষমতার স্টেডিয়াম পুরোপুরি ভর্তি থাকবে। ম্যাচটির টিকিট পেতে অনলাইনে ইতিমধ্যে প্রায় ২০ লাখ আবেদন পড়েছে। এই টিকিটের মধ্যে একটি ভিআইপি ‘ধারণার বাইরে’ নামক টিকিটের ব্যবস্থা রেখেছে আয়োজকরা। এই টিকিটের জন্য হয়েছে নিলাম। ১০ লাখ রিয়াল থেকে শুরু নিলামে এই টিকিটের দাম উঠেছে ১ কোটি রিয়াল পর্যন্ত। ওই দামে টিকিটটা কিনেও নিয়েছেন সৌদির এক ব্যবসায়ী। মুশরেফ আল-ঘামদি নামের এই ব্যবসায়ী দীর্ঘদিন ধরেই দেশটির সেরা স্থাপনা এজেন্ট। মঙ্গলবার স্থানীয় সময় ১১:৩০-এ শেষ হওয়া নিলামে তার কাছাকাছিও দাম হাঁকতে পারেনি বাকিরা। অবশ্য কোটি টাকার টিকিটই কিনেছেন আল-ঘামদি। এই টিকিটে গ্যালারিই শুধু নয়, দুই দলের ড্রেসিংরুমে প্রবেশের সুযোগ পাচ্ছেন তিনি। সঙ্গে থাকছে ফুটবলারদের সঙ্গে ছবি তোলার ব্যবস্থাও। অবশ্য ১ কোটি রিয়ালের এই টিকিটের অর্থ আয়োজকরা পকেটে পুরছেন না। এই অর্থ যাবে সৌদি সরকারের দাতব্য ফান্ড ‘এহসান’-এ।

মেসি রোনালদোর মাঠে নামাটা আরেকবার পরিসংখ্যানকে সামনে এনে দিচ্ছে। দুই তারকা এ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে মুখোমুখি হয়েছেন। তাতে মেসি জিতেছেন ১৬টিতে আর রোনালদো ১১ ম্যাচে। ড্র হয়েছে ৯ ম্যাচ। জয়-পরাজয়ে দূরত্ব থাকলেও গোলে দুজনের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। মুখোমুখি লড়াইয়ে মেসির ২২ গোলের বিপরীতে রোনালদোর ২১ গোল। আজ কে কাকে ছাড়িয়ে যান সেটাই দেখার।

মেসি ও রোনালদোর দ্বৈরথ হয়তো শেষের পথে। এই প্রীতি ম্যাচের পর আবার কবে তারা মুখোমুখি হবেন তা অজানা। তবে এই লড়াই এশিয়ান বা সৌদির ফুটবলের নতুন দিক খুলে দেবে। রোনালদো দেশটিতে প্রথম বিশ্বকাপ আয়োজনের শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করবেন। বিভিন্ন সময়ে, বিভিন্ন উদ্যোগে পাশে থাকার সম্মান স্বরূপ ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তির ২০০ মিলিয়ন ইউরো বাদেও আরও ২০০ মিলিয়ন ইউরো আয় করবেন রোনালদো।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION