মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়ার মুক্তি এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে শনিবার (১১ ফেব্রুয়ারি) দেশের সব ইউনিয়নে বিএনপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের হামলায় বিএনপির নেতাকর্মীরা আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতা ও পুলিশের বাধার পরেও দেশের প্রায় সব ইউনিয়নে শনিবার সফলভাবে কর্মসূচি পালিত হয়েছে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল অসাধারণ ও অভূতপূর্ব।’
রবিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘শনিবার দেশের বিভিন্ন জায়গায় বিএনপির পদযাত্রায় আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা করে। এতে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী আহত হন। শতাধিক বাড়িঘর ও ব্যবসা-প্রতিষ্ঠা ভাঙচুর এবং লুটপাট চালিয়েছেন তারা। বিএনপির দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।’
বিএনপির নেতাকর্মীসহ দেশের গণতন্ত্রাকামী জনগণকে সরকার দমাতে পারেনি মন্তব্য করে তিনি বলেন, ‘সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার। এখনও সময় আছে জনগণের ভাষা বুঝে নির্দলীয়, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে অবিলম্বে সংসদ বাতিল করে পদত্যাগ করুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বলতে চাই, নিরীহ-নিরাপরাধ জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধ করুন।’
সংবাদ সম্মেলনে আরও ছিলেন বিএনপির অন্য কেন্দ্রীয় নেতারা।
ভয়েস/জেইউ।