মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সব কর্মী নেতৃত্ব দেওয়ার জন্য নেতা হয়ে গেছেন:আমীর খসরু

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দলটির সব কর্মী নেতৃত্ব দেওয়ার জন্য নেতা হয়ে গেছেন। খসরু বলেছেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে আন্দোলন দমন করা যাবে না। তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে আন্দোলন দমন করা যায়নি। রিজভীর মতো সৎ নেতাকে জেলে পাঠিয়ে আন্দোলন দমন করা যাবে না।

আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও রুহুল কবির রিজভী আহমেদসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে’ এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। নাগরিক অধিকার আন্দোলন এ কর্মসূচির আয়োজন করে।

আমীর খসরু বলেন, ‘বিএনপির লক্ষ লক্ষ সৈনিক রাজপথে নেমেছেন। এই লক্ষ লক্ষ কর্মীর সবাই নেতৃত্ব দেওয়ার জন্য সারা বাংলাদেশে সবাই নেতা হয়ে গেছেন। আমাদের প্রত্যেকটি কর্মী এক–একজন নেতা হয়ে গেছেন। সুতরাং নেতাদের বন্দী করে আর আন্দোলন দমানোর সুযোগ নাই।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘৪০ লাখ বিএনপি নেতা–কর্মী আজকে আসামি। আরে মশাই এই ৪০ লাখ লোক যদি রাস্তায় নামে, অস্তিত্ব থাকবে আপনাদের। অস্তিত্ব থাকবে না। সুতরাং এরা সবাই নেতা হয়ে গেছে আজকে।’

আমীর খসরু বলেন, ‘আন্দোলন হচ্ছে ভোট চোরের বিরুদ্ধে। আওয়ামী লীগ মানুষের ভোট চুরি করে বারবার ক্ষমতা দখল করে। মানবাধিকার লঙ্ঘন, খুন, গুম, হত্যা করে। আর এখন বলছে সংবিধান অনুযায়ী নাকি ভোট করবে। আমরাও বলছি তা–ই। সংবিধান বলেছে, বাংলাদেশের প্রতিটি নাগরিকের সরাসরি নির্বিঘ্নে নির্দ্বিধায় ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করার অধিকার আছে। এটি কি এখন বাংলাদেশে আছে? জোর করে ক্ষমতা দখল করে ভোট চোরের অধীনে ভোট হয়েছে। আর বলছে সংবিধানের কথা।’

বিএনপির এই নেতা বলেন, চোরকে কি কখনো ঘর পাহারার দায়িত্ব দেওয়া যায়। তাহলে যারা ভোট চুরি করে বারবার বাংলাদেশের মানুষের মানবাধিকার লঙ্ঘন করেছে, আইনের শাসন কেড়ে নিচ্ছে, বাক্‌স্বাধীনতা কেড়ে নিচ্ছে, গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিচ্ছে—তাদের হাতে ভোটের আয়োজন কোনো দিন সম্ভব হবে না। এটা বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত, চোরকে ঘর পাহারায় দেওয়া যাবে না। চোরকে বিতাড়িত করতে হবে। চোরকে জেলে পাঠাতে হবে। তারপর বাংলাদেশ নিরাপদ।

আমীর খসরু বলেন, ‘বলা হচ্ছে, খালেদা জিয়াকে নির্বাচন করতে দেওয়া হবে না। তিনি রাজনীতি করতে পারবেন। নির্বাচন করতে না দিয়ে রাজনীতি করতে দেওয়ার মানে কী? আগামীতে এই খুন, গুম, হত্যার ১ হাজার ৮০০ মামলায় যদি আপনাদের যুক্ত করা হয়। ৩০৯ আসনের একটিতেও আপনারা নির্বাচন করতে পারবেন না। আপনারা সবাই দুর্নীতিবাজ, সবাই হত্যা, খুন, গুমের সঙ্গে অংশীদার।’

বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক এম জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION