মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক:
কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের নতুন আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে নানা বিতর্ক শুরু হয়েছে। শুক্রবার ছাত্রলীগ কক্সবাজার জেলা কর্তৃক ঘোষিত আহবায়ক কমিটিতে বিবাহিত, হত্যা মামলার আসামী ও ছাত্র শিবির কর্মীর নাম থাকায় এ বিতর্ক শুরু হয়েছে। এনিয়ে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা বিতর্ক।
শুক্রবার কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের নতুন আহবায়ক কমিটি ঘোষনা করেন কক্সবাজার জেলা ছাত্রলীগ। উক্ত কমিটিতে ছাত্রলীগ নেতা মহিদুল হাসান হান্নানকে আহ্বায়ক করে ৭ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক আবু মো: মারুফ আদনান এ কমিটির অনুমোদন দেন। উক্ত কমিটি ঘোষিত হওয়ার পরপরই ছাত্রলীগ নিয়ে নানা বিতর্ক শুরু হয়।
ছাত্রলীগের একাধিক নেতা জানিয়েছেন, কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের নতুন আহবায়ক মহিদুল হাসান হান্নান একজন বিবাহিত। ২০০৩ সালে এসএসসি পাশ করা বর্তমানে অছাত্র হান্নানের বয়স ৩৬। এছাড়াও গত ২০১৭ সালের ১২ ডিসেম্বর ঢাকার আজিমপুরের জাহাঙ্গীর আহমেদের কন্যা উম্মে মিথিলা তাসনীমকে বিয়ে করেন মহিদুল হাসান হান্নান। সে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের আবু ইউসুফের পুত্র। তার বিয়ের নিকাহনামা ও আন্টি পড়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। একইভাবে নুরুল আলম নামের অপর এক যুগ্ন সম্পাদক এক সময়ের শিবিরকর্মী। এ নিয়েও চলছে বিতর্ক।
জানতে চাইলে নতুন আহবায়ক কমিটিতে থাকা যুগ্ন আহবায়ক তাশরিফুল ইসলাম পিউলি কক্সবাজার ভয়েসকে বলেন, ‘ ছাত্রলীগ জেলা কমিটি কিভাবে একজন অছাত্রকে কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক করা হয়েছে তা বলার অপেক্ষা রাখেনা। সে একজন বিবাহিত ছেলে। ছাত্রলীগ নেতা রুবেল হত্যা মামলার আসামী। এত কিছু জানার পরও জেলা কমিটি তাকে কিভাবে আহবায়ক করা হয়েছে তা কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষণ করছি। কারণ, ছাত্রলীগের কমিটিতে গঠনতন্ত্র অনুযায়ী সে ছাত্রলীগ করতে পারে না। বিষয়টি নিয়ে আমরা কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তা নাহলে আমরা সংবাদ সম্মেলন ডাকব।’
তাশরিফুল ইসলাম পিউলি দাবি করেন, ‘ঘোষিত নতুন আহবায়ক কমিটিতে এক সময়ের ছাত্র শিবিরের নেতা রয়েছে। সে কিভাবে ছাত্রলীগের মত একটি গুরুত্বপূর্ণ কমিটিতে স্থান পেয়েছে তা জেলা কমিটির কাছে প্রশ্ন রেখে গেলাম।’
আরেক যুগ্ন আহবায়ক তানজিল সিকদার কক্সবাজার ভয়েসকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি নতুন কমিটির আহবায়ক একজন বিবাহিক যুবক। বিষয়টি জেলা ছাত্রলীগ না জানার কথা নয়। এ নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে।
বিষয়টি সত্য নয় দাবি করে মহিদুল হাসান হান্নান কক্সবাজার ভয়েসকে বলেন, ‘প্রতিপক্ষরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এর আগেও অনেকবার ভূয়া আইডি ব্যবহার করে আমার বিরুদ্ধে নানা কথা ছড়িয়েছে। আমি বিবাহিত নয়। আমি একজন ছাত্রলীগ নেতা। এসব জেনে আমাকে নতুন কমিটির আহবায়ক করা হয়েছে।’
জানতে চাইলে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক আবু মো: মারুফ আদনান সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও মোবাইল রিসিভ করেননি। পরে তাদের ক্ষুদে বার্তা দিয়েও বক্তব্য জানা সম্ভব হয়নি। একইভাবে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। পরে তাদেরকেও ক্ষুদে বার্তা পাঠানো হয়।
এদিকে, কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনার পর কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স¦াক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কুতুবদিয়া উপজেলা শাখার মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে সাংগঠনিক কার্যক্রম সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে আগামী তিন মাসের জন্য আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। আগামী জুলাই মাসে সম্মেলনের আয়োজন করতে নির্দেশনা দিয়েছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।
ভয়েস/আআ