মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েল-ফিলিস্তিন উত্তেজনা চরমে পৌঁছেছে। শুক্রবার ভোরে লেবানন এবং গাজা উপত্যকাজুড়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলার পর, আক্রান্ত হয় লেবানন ও গাজা উপত্যকা। ইসরায়েলে হামলার জন্য ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসকে দায়ী করছে তেল আবিব৷
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, দক্ষিণ লেবাননে হামাসের ‘সন্ত্রাসী’ ঘাঁটিতে হামলা হয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশ অভিযান চালানোর পর থেকে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে উত্তেজনার পারদ চরমে রয়েছে।
হামাস বলছে, লেবানন থেকে কে বা কারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সে সম্পর্কে তাদের কাছে কোনও তথ্য নেই। এটি ১৭ বছরের মধ্যে ইসরায়েলের উত্তর প্রতিবেশী থেকে সবচেয়ে বড় হামলা।
ভয়েস/আআ