সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
পশ্চিম তীরে ফিলিস্তিনের জেনিন শরণার্থী ক্যাম্পে নতুন করে আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। ফিলিস্তিনি জনগণ ইসরায়েলের এই আগ্রাসন প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মাদ শতায়েহ। ক্যাম্পটিতে সোমবার (৩ জুলাই) রাতে ১০ বারের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের এবারের আগ্রাসনে প্রাণ হারিয়েছেন এখন পর্যন্ত ৮ ফিলিস্তিনি।
মুহাম্মাদ শতায়েহ বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের আড়ালে চালানো ইসরায়েলের এই আগ্রাসন প্রতিহত করবে আমাদের বীর জনগোষ্ঠী। তাদের বিমান হামলায় প্রাণ হারাচ্ছে নিরপরাধ মানুষ। এই অপরাধমূলক দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত আমরা লড়াই করবো।’
তিনি আরও বলেন, ‘জেনিন, নাবলুস ও গাজায় চালানো এমন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিত হবে না।’
সোমবার গভীর রাতে জেনিন ক্যাম্পে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ক্ষেপণাস্ত্রের আঘাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্যাম্পজুড়ে। কয়েকটি জায়গায় কলো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উড়তে থাকে। শুধু বিমান হামলাই নয়, ক্যাম্পের চারপাশে সামরিক গাড়ির বহর নিয়ে ঘিরে রাখে তারা। একপর্যায়ে ভেতরে ঢুকে অভিযান চালায়। এতে একাধিক সড়ক ও আবাসিক ভবন ব্যাপক ক্ষতিগ্রস্তের খবর পাওয়া গেছে। সূত্র: বিবিসি
ভয়েস/আআ