রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
কুইন্টন ডি ককের ব্যাটে ভর করে বড় পুঁজিই গড়ল সিয়াটল অর্কাস। কিন্তু নিকোলাস পুরানের টর্নেডো ইনিংসে সেই লক্ষ্যটাও মামুলি বানিয়ে ফেলল মুম্বাই ইন্ডিয়ান্স নিউইয়র্ক। দাপুটে জয়ে মেজর লিগ ক্রিকেটের প্রথম আসরের শিরোপা ঘরে তুলল দলটা।
বাংলাদেশ সময় সোমবার সকালে অনুষ্ঠিত ফাইনালে ৭ উইকেটে জিতেছে নিউইয়র্ক।
১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১ রানেই প্রথম উইকেট হারায় দলটি। তবে তিনে নেমে পুরান তাণ্ডব শুরু করেন। ১৬ বলে ফিফটি পূরণের পর ৪০ বলে করেন সেঞ্চুরি। ৫৫ বলে ১০ চার ও ১৩ ছক্কায় শেষ পর্যন্ত ১৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। নিউইয়র্ক জয় পায় ৪ ওভার হাতে থাকতেই।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা সিয়াটল অর্কাসের হয়ে ৫২ বলে ৮৭ রানের ইনিংস উপহার দেন ডি কক। ৯ চার ও ৪ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। এ ছাড়া শুভম রঞ্জনের ব্যাট থেকে আসে ১৬ বলে ২৯ রান। ডোয়াইন প্রিটোরিয়াস করেন ৭ বলে ২১ রান। সুবাদে ৯ উইকেটে ১৮৩ রানের পুঁজি পায় সিয়াটল অর্কাস।
মুম্বাই নিউইয়র্কের পক্ষে মাত্র ৯ রান খরচায় ৩ উইকেট নেন রশিদ খান। ৩৪ রান খরচায় ৩ উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট।
ভয়েস/আআ