শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:
চলচ্চিত্র জগতে প্রবাদ রয়েছে, অভিনেত্রীদের ‘বিয়ে’ আর ‘বাচ্চা’ হলে ক্যারিয়ার থমকে যায়। কিন্তু এসবকে বার বার ভুল প্রমাণ করছেন আলিয়া ভাট। তিনি এখন সন্তানের মা। কিন্তু তার কাজের গতি কমেনি। বরং আরও বেড়েছে। কাজ করছেন একের পর এক সিনেমায়। অনেক সিনেমার প্রস্তাব ফিরিয়েও দিচ্ছেন। হলিউডে ‘হার্ট অফ স্টোন’ সিনেমায় অ্যাকশন রূপে আসছেন।
আর এদিকে সদ্য মুক্তি পাওয়া ‘রকি অর রানী কি প্রেম কাহানি’ সিনেমায় ধরা দিয়েছেন রণবীর সিংয়ের মিষ্টি বাঙালি প্রেমিকা রানী রূপে। রানী এবার আবারো হতে চলেছেন অন্য কারও ‘দুলহানিয়া’। বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে আলিয়াকে।
বরুণের সঙ্গেই করণের ‘স্টুডেন্ট’ হয়ে বলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী।
তারপর জুটি বাঁধেন শশাঙ্ক খৈতানের পরিচালিত ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে। এবার এই সিরিজের তৃতীয় ছবি করতে চলেছে এই দর্শকপ্রিয় জুটি। এ ছবিতেও ফের তাক লাগাবেন আলিয়া। এদিকে এক সাক্ষাৎকারে বরুণ জানান, আলিয়ার সঙ্গে আবারো শশাঙ্কের পরিচালনায় জুটি বাঁধতে তৈরি। তবে পরিচালক ভালো গল্প দর্শকদের উপহার দিতে চান। তাই সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই হয়তো শুটিং ফ্লোরে নামবেন শশাঙ্ক।
ভয়েস/জেইউ।