শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ছোট মহেশখালীতে ‘এসডিএফ’র উদ্দ্যোগে অবহিত করণ সমন্বয় সভা

প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলার দ্বীপাঞ্চল দ্বীপ কন্যা মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড জলদাশ পাড়ায় ১২জুলাই রোববার এসডিএফ ক্লাস্টার অফিস ও জলদাশ পাড়া গ্রামের কমিউনিটির উদ্দ্যোগে ১ম অবহিত করণ সমন্বয়সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্লাস্টার অফিসার জনাব লাভলু বড়ুয়া এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশখালীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ আঃ রহমান খাঁন ও অতিথি হিসাবে গনমাধ্যম ব্যক্তিত্ব  হারুনর রশিদ সাবেক সভাপতি মহেশখালী প্রেসক্লাব ও সাবেক সেক্রেটারী আবুল বশর পারভেজ।

কমিউনিটির মধ্যে উপস্থিত ছিলেন সমাজপতি সর্দার সতীন্দ্র দাশ,মনমোহন দাশ,মৎস্যজীবি প্রতিনিধি শিমুল দাশ, লক্ষণ দাশ,রাখাইন প্রতিনিধি ক্রাথইলা ও  তুচয়ছেফ্রু,পুরোহিত শ্রী তপন আচার্য, গ্রামের বিদ্যাপীঠ স্কুলের শিক্ষিকা সুস্মিতা ঘোষ,সুজন দাশ এবং মহিলাদের মধ্যে রুনু দাশ, রত্না দাশ। গ্রামের উপস্থিত সকলেই সভায় সমিতি গঠনের আগ্রহ,ইচ্ছা ও সম্মতি প্রদান করেন।সভার কর্যক্রম সঞ্চালনা করেন ক্লাস্টার ফ্যাসিলিটেটর বাবু যুগেশ চন্দ্র রায় ও মোঃ মোর্শেদ আলম চৌধুরী।আলোচনায় স্বাগত বক্তব্যে জনাব লাভলু বড়ুয়া দরিদ্র ও অতি দরিদ্র মৎস্যজীবিদের উন্নয়নের জন্যএসডিএফের বহুমূখী কার্যক্রম যাহা মৎস্য অধিদপ্তরের এসসিএমএফপি কম্পোনেন্ট-৩ কমিউনিটি এমপাওয়ার মেন্ট ও লাইভলিহুড ট্রেন্সফারমেশন এর মধ্যে কমিউনিটি সদস্যদের সঞ্চয় অভ্যান্তরিন ঋণ কর্যাক্রম, সাবরম্বী ঋণ কর্যক্রম, বেকার যুব প্রশিক্ষণ কর্মসংস্থান,গ্রামের অবকাঠামোগত উন্নয়ন সহ আদর্শ মৎস্যজীবি গ্রাম সমিতি গঠন নিয়ে আলোচনা করেন। এবং গ্রামের সকলের সিদ্ধান্তে দরিদ্র,অতি দরিদ্র চিহ্নিত সহ এফজি ফিশারিজ গ্রুপ গঠন ও এসডিএফ এর কমিউনিটি অপারেশন ম্যানুয়েল(কম)এর আলোকে পরিচালনা করবেন বলে সহমত হন। কমিউনিটির সকলের সম্মতিতে গৃহিত পরিকল্পনা ও সিদ্ধান্ত সমূহ ধাপে ধাপে বাস্তবায়িত হবে। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সকলকে একতা বদ্ধতা থেকে এসডিএফ কে সহযোগিতা করতে অনুরোধ করেন ও আইন মেনে চলার অনুরোধ করেন। প্রধান অতিথি বলেন কোন প্রকার অনৈতিক লেনদেন না করার জন্য এবং কেউ যদি অনৈতিক আর্থিক লেনদেন করে তাহলে ক্লাস্টার অফিসার, গন মাধ্যমকর্মী ও উনাকে অবহিত করতে পরামর্শ দেন।

সভায় আরো বক্তব্য রাখেন গনমাধ্যম ব্যক্তিত্ব জনাব হারুনর রশিদ সাবেক সভাপতি মহেশখালী প্রেসক্লাব ও সাবেক সেক্রেটারী আবুল বশর পারভেজ। উনারাও এসডিএফকে সর্বাত্বক সহযোগিতা করবেন ও গ্রামের সকলকে একতাবদ্ধ থেকে সমিতিটি পরিচালনার পরামর্শ দেন।  সভায় ওয়ার্ড মেম্বার বাবু চিত্ত রঞ্জান দাশ ও মহিলা মেম্বার বকূল রাণী দে এর আশু রোগমুক্তি কামনা করা হয়।  পরিশেষে সভার সভাপতি লাভলু বড়ুয়া গ্রামবাসী ও দেশের সকল এর  সু-স্বাস্থ্য ও সুমঙ্গল কামনা করে অবহিত করণ সমন্বয়সভা এর সমাপ্তি ঘোষনা করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION