শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০১:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মুখ খুললেন ফারিণ

বিনোদন ডেস্ক:
নাটক থেকে ওটিটিতে যাওয়ার পর নাটককেই অবজ্ঞা করেন কিছু শিল্পী এমন একটি অভিযোগের সূত্রে দুদিন ধরে চর্চা হচ্ছে মিডিয়ায়। নাম উল্লেখ না করে অভিযোগটি উত্থাপন করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। একটি গণমাধ্যমকে তিনি জানান, তারই এক সহশিল্পী নাটক নয়; বরং ওটিটির কাজকে প্রাধান্য দিচ্ছেন। এমনকি নিজের অভিনীত নাটকের প্রচারেও নাকি সেই অভিনেত্রী অংশ নিচ্ছেন না।

অভিনেত্রীর নাম উচ্চারণ না করলেও নাটকের নাম জানান জোভান। সেটা হলো ‘জানেমান তুই আমার’। মহিদুল মহিম পরিচালিত এই নাটকে জোভানের সঙ্গে আছেন তাসনিয়া ফারিণ। বুঝতে কারও বাকি নেই, জোভানের অভিযোগের তির ফারিণের দিকে। এ প্রসঙ্গে জানতে তাসনিয়া ফারিণের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি অবশ্য বেশ কিছু দিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন। তাই ক্ষুদে বার্তায় পরিষ্কার করলেন নিজের অবস্থান, দিলেন জোভানের অভিযোগের জবাব। ফারিণ বলেন, ‘এখানে আসলে বলার কিছু নেই। জোভান ভাইয়ের সঙ্গে তো অনেক কাজ হয়েছে আমার। তিনি সত্যিকার অর্থেই চমৎকার সহশিল্পী এবং আমি তাকে সম্মান করি। এই নিউজ প্রকাশের দুদিন আগেও তিনি আমাকে মেসেজ দিয়েছিলেন, সিডনিতে আমি একটি কনসার্ট উপভোগ করেছিলাম, ওটা প্রসঙ্গে জানতে। তার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ আলাপ হয়েছে। তো যখন এই নিউজে তার বক্তব্য দেখলাম, আমি বিস্মিত হয়েছি!’

ফারিণের মতে, পারস্পরিক আলোচনার মাধ্যমে এর চেয়ে বড় বিষয়েরও সুন্দর সমাধান করা যায়। অথচ ‘জানেমান তুই আমার’ নাটক প্রসঙ্গে নির্মাতা কিংবা অভিনেতা কেউই নাকি তার সঙ্গে আলাপ করেননি।

ফারিণের ভাষ্য, ‘তিনি (জোভান) কিংবা নির্মাতা কেউই আমার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেননি। যদি কোনো বিষয়ে সংশয় থাকে, তিনি তো আমাকে জিজ্ঞেস করতে পারতেন। আর আমি তো ১৫ দিন ধরে দেশে নেই। যেহেতু আমরা একই ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমি আশা করি একে-অন্যের প্রতি আরেকটু শ্রদ্ধাশীল হব এবং হ্যাঁ, এটা দেখে আমি অনেক কষ্ট পেয়েছি। কিছু বলার থাকলে সরাসরি আমার সঙ্গে শেয়ার করা যেত।’

ছোটপর্দার নাটক দিয়েই ফারিণের উত্থান। কিন্তু এখন তিনি ওটিটির কাজে দাপিয়ে বেড়াচ্ছেন। অভিষেক হয়েছে সিনেমায়ও। কিন্তু নাটকের প্রতি কি তার উদাসীনতা তৈরি হয়েছে? জোভানের অভিযোগের বিপরীতে ফারিণের স্পষ্ট জবাব, ‘এটা কেবল তার অনুমান; এতে কোনো সত্যতা নেই।’

তবে স্বস্তির খবর হলো, বিষয়টি সাংগঠনিক সালিস-বিচার পর্যন্ত না গড়িয়ে, দ্বন্দ্বের অবসান ঘটতে যাচ্ছে দ্রুতই। গতকাল বিষয়টি গণমাধ্যমকে জানালেন নির্মাতা মহিদুল মহিম। তার পরিচালিত ‘জানেমান তুই আমার’ নাটক প্রসঙ্গেই যত গ-গোল!

জানা গেছে, বেশ কিছু দিন বিদেশ ভ্রমণ শেষে ৩ সেপ্টেম্বর দেশে ফিরেছেন তাসনিয়া ফারিণ। ইতিমধ্যে তার সঙ্গে কথা হয়েছে বলে জানান মহিম। তিনি বলেন, ‘জানেমান তুই আমার নাটকের প্রমোশনাল সবকিছুই সময়মতো ফারিণ আপুর হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছিল। আমি নিজেই পাঠিয়েছি। তারপরও প্রমোশন না করায় একটু ভুল-বোঝাবুঝি তৈরি হয়েছে। ২ সেপ্টেম্বর রাতে ফারিণ আপু ও জোভান ভাইয়ার সঙ্গে আমার কথা হয় পুরো বিষয়টি নিয়ে। আসলে আমাদের কিছুটা ভুল-বোঝাবুঝির কারণে বিষয়টা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এটাকে না বাড়িয়ে আমরা নিজেরাই আন্তরিকতার সঙ্গে বিষয়টা সমাধান করছি। আশা করছি এই বিষয়টির এখানেই সমাপ্তি ঘটবে।’

মহিম জানান, আজ জোভান ও ফারিণকে নিয়ে সামনাসামনি বসে আলোচনার মাধ্যমে এই জটিলতা মিটিয়ে নেবেন। নির্মাতার ভাষ্য, ‘আমি চাই না, নিজেদের মধ্যে এসব ছোটখাটো বিষয় নিয়ে ভুল-বোঝাবুঝি হোক। কারণ দিনশেষে আমরা একসঙ্গেই কাজ করব।’

প্রসঙ্গত, গত ১১ আগস্ট পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন তাসনিয়া ফারিণ। দীর্ঘ সাড়ে আট বছরের প্রেমকে পূর্ণতা দিয়েছেন অভিনেত্রী। তার বরের নাম শেখ রেজওয়ান। বিয়ে সেরে তারা এখন হানিমুনে রয়েছেন। একাধিক দেশ ঘুরে উপভোগ করছেন জীবনের নতুন অধ্যায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION