রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
ক্ষমতাসীন আওয়ামী লীগকে আগামী নির্বাচনে আবার নির্বাচিত করার আহ্বান জানিয়ে আলোচনায় রয়েছেন জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদ। সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে গিয়ে তিনি এই আহ্বান জানান। তার সেই বক্তব্যের একটি ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর এ নিয়ে চলছে সমালোচনা।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে ওই বক্ত্যবটি দেন ডিসি ইমরান আহমেদ। অনুষ্ঠানে মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, জামালপুরের পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান প্রমুখ।
আওয়ামী লীগ সরকারকে আবার নির্বাচিত করার আহ্বান জানিয়ে গত মাসে আলোচনায় ছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর। দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস অনুষ্ঠানে দেওয়া ওসির বক্তব্য নিয়ে শুরু ব্যাপক সমালোচনা। পরে ২৫ আগস্ট দেওয়ানগঞ্জ থানা থেকে ওসি শ্যামল চন্দ্র ধরকে প্রত্যাহার করে জামালপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। ঠিক তার কয়েকদিনের মাথায় একই রকম বক্তব্য দিয়ে আলোচনায় এলেন জামালপুরের ডিসি।
ডিসি ইমরার তার বক্তব্যে বলেন, ‘আমাদের অনেক কষ্টে অর্জিত এই স্বাধীনতা। স্বাধীনতার সুফল যোগাযোগ ও উন্নয়ন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। যে সরকার এই উন্নয়ন করেছে, উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সেই সরকারকে আবার পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আমি মনে করি, আপনারা নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞ হবেন না।’
এ প্রসঙ্গে জানতে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ডিসি ইমরান আহমেদের ফোনে একাধিকবার কল দিয়ে সাড়া পাওয়া যায়নি। পরে ক্ষুদেবার্তা পাঠিয়েও তার কাছ থেকে উত্তর মেলেনি।
ভয়েস/জেইউ।