শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
কথায় আছে, ‘কোনো কিছু অর্জনের চেয়ে ধরে রাখা কঠিন।’ ইংল্যান্ডের ক্ষেত্রেও বিশ্বকাপ ধরে রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ‘ধরে রাখা’ শব্দটি জস বাটলারের কাছে একেবারেই পছন্দ। ইংলিশ অধিনায়ক বললেন, তার কেবল বিশ্বকাপটি আরও একবার জিততে চান।
বাটলারদের বিশ্বকাপ নিয়ে ঘরে ফেরার অভিযান শুরু হবে বৃহস্পতিবার। আহমেদাবাদে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচটি দিয়ে পর্দা উঠবে ওয়ানডের ত্রয়োদশ বৈশ্বিক আসরের।
৪ বছর আগে যেখানে শেষ হয়েছিল বিশ্বকাপ, এবার শুরু হচ্ছে সেখান থেকেই। ২০১৯ বিশ্বকাপের ফাইনালে খেলেছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ম্যাচটিতে বাউন্ডারির হিসেবে এগিয়ে থেকে কিউইদের হারায় ইংলিশরা। প্রথমবারের মতো ঘরে তোলে ওয়ানডের শিরোপা।
‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ হিসেবে ভারত বিশ্বকাপে অংশ নিচ্ছে ইংল্যান্ড। কিন্তু তাদের পাশের এই তকমা একদমই ভালো লাগছে না বাটলারের। ‘ডিফেন্ড’ শব্দটি পছন্দই নয় তার। তিনি কেবল পছন্দ করেন ‘অ্যাটাক’।
শিরোপা ধরে রাখতে কতটা প্রস্তুত এমন একটি প্রশ্ন করা হয় বুধবার বাটলারকে। তখন তিনি বলেন, ‘আমরা এখানে কোনো কিছু ধরে রাখার চেষ্টা করছি না। আমরা মাঠে চেষ্টা করব বিশ্বকাপ জেতার। অন্য সব দলের মতোই আমরা একই অবস্থানে আছি।’
বাটলারের কাছে, চার বছর এখন অতীত। অন্য সব দলের মতোই তাদের প্রথম থেকে শুরু করতে হবে। তাই সেভাবেই মানসিকভাবে প্রস্তুত আছেন তারা।
ভয়েস/আআ