শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:
গেল বছরের শেষের দিকে শুরু হয়েছিল ‘অগ্নিশিখা’ সিনেমার শুটিং, চলতি বছরের জানুয়ারিতে ক্লোজ হয় ক্যামেরা। মুক্তির আগে সিনেমাটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘যন্ত্রণা’। গেল জুন মাসে সেন্সরের জন্য জমা দিলে বিনা কর্তনে ছাড়পত্র পায় সিনেমাটি। ঈদের পর মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে নতুন তারিখ চূড়ান্ত করে।
এরমধ্যে জানা গেল, আগামী ২৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ভালোবাসার গল্পে নির্মিত এই সিনেমায় প্রথমবার জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন আদর আজাদ ও সায়মা স্মৃতি! ত্রিভুজ প্রেমের গল্পে এতে আরও দেখা যাবে নবাগতা মানসীকে। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে ছবিটি পরিচালনা করেছেন আরিফুর জামান।
সিনেমা মুক্তির সময় ঘনিয়ে এলেও এখনও প্রচারণায় সরব হননি টিম। সিনেমার পোস্টার, টিজার, গান বা ট্রেলার কোনোকিছুরই আভাস পাওয়া যায়নি এখন পর্যন্ত।
সিনেমাটির নায়ক আদর আজাদ দেশ রূপান্তরকে বলেন, ‘ছবি মুক্তির বিষয়টি আমি জেনেছি দুইদিন আগে। প্রচারণা করবো যে, এরজন্য কনটেন্ট প্রয়োজন। সেগুলো এখনও পাইনি। পোস্টার, টিজার, গান এগুলো দিয়েই তো প্রচারণা শুরু করবো আমরা। এরমধ্যে আমরা সবাইকে নিয়ে বসবো, পরিকল্পনা করেই প্রচারণায় নামব।’
চলতি মাসেই আসছে ‘যন্ত্রণা’, প্রচারণায় নেই পোস্টার-টিজার!
নির্মাতা জানান, আমরা অনেক আগেই ছবিটির সেন্সর ছাড়পত্র পেয়েছি। এরপর মুক্তির তারিখ নিয়ে একটু কনফিউশন ছিল। তবে এখন তারিখ চূড়ান্ত হয়েছে, ২৭ অক্টোবর। আগামী সপ্তাহেই আমরা প্রচারণার অংশ হিসেবে কনটেন্টের ঘোষণা দেব, কবে ফার্স্ট লুক পোস্টার আসবে, কবে টিজার আসবে এসব কিছু। সিনেমা মুক্তির আগে সংবাদ সম্মেলনও করা হবে।
সায়মা স্মৃতি বলেন, এই ছবির একজন শিল্পী হিসেবে আমার পক্ষে যতটুকু সম্ভব প্রচারণার চেষ্টা করছি। যেহেতু আমরা এখনও প্রচারণার জন্য পর্যাপ্ত কনটেন্ট হাতে পাইনি তাই সেভাবে প্রচারণাও করতে পারছি না। কনটেন্ট হাতে পেলে আমার বিশ্বাস সবাই একযোগে কাজটির প্রমোশন করবে এবং সেটা দর্শক পর্যন্ত ছড়িয়ে দেবে।
‘যন্ত্রণা’ সিনেমাটিতে চারটি গান রয়েছে। দুটি করে চারটি গান লিখেছেন জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। গানগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ, মিলন, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার ও কর্ণিয়া। আবহ সংগীত পরিচালনা করেছেন সংগীত পরিচালক ইমন সাহা।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, তনামি হক প্রমুখ।
ভয়েস/আআ