শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

দলের প্রয়োজনেই সব পজিশনে ব্যাট করি: মিরাজ

খেলাধুলা ডেস্ক:
ব্যাটে বলে দারুণ এক সময় পার করছেন মেহেদী হাসান মিরাজ। জাতীয় দলে বোলিং অলরাউন্ডার হিসেবে শুরু করলেও ব্যাট হাতেও যে মিরাজ পরিপক্ব সেটার প্রমাণই মিলছে আজকাল। এশিয়া কাপের পর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও হেসেছিল তার ব্যাট। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও ছিল অর্ধশতকের ইনিংস।

ম্যাচ জয়ের পর মিরাজের কাছে প্রশ্ন এলো ব্যাটিং নিয়ে। লম্বা সময় ধরে নিচের দিকে খেলা মিরাজ এখন টপঅর্ডারে। তবে সংবাদ সম্মেলনে এসে মিরাজ শোনালেন মানিয়ে নেওয়ার কথা, ‘আমরা ক্রিকেট খেলোয়াড়, আমাদের মানিয়ে নেওয়াটাই আমার জন্য গুরুত্বপূর্ণ। শুধু আমি না, আমাদের সব ক্রিকেটারই এরকম একটা পরিস্থিতি পার করেই এসেছে। বড় কিছু অর্জন করতে গেলে মানিয়ে নেওয়াটা বড় গুরুত্বপূর্ণ। অবশ্যই আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি।

যেকোন পজিশনেই নিজের সর্বোচ্চটা দেওয়ার কথাও শোনা গেল তার কণ্ঠে, ‘সবসময় ৮ নম্বরে ব্যাটিং করেছি। আমি যে ব্যাপারটি চিন্তা করেছি, এটা তো সবসময় সুযোগ পাওয়া যায় না। অনেক বড় স্কোর খেলা এবং এখানে অনেক সময় বল কম থাকে। আমি যেন সুযোগ পাই, আমি যেন শতভাগ দিতে পারি, যেকোনো পজিশনেই হোক না কেন। এভাবে নিজেকে মানসিকভাবে অনেক প্রস্তুত করেছি এবং এভাবে চিন্তা করেছি, কীভাবে কী করা যায়।’

১ খেকে ৮ নম্বরের ব্যাটিংয়ের অভ্যাস রয়েছে মিরাজের। তবে সে সব নিয়ে চিন্তা না করে দলের কথাই ভাবেন এই অলারাউন্ডার, ‘বিভিন্ন পজিশনে বিভিন্ন পরিস্থিতি থাকে। কিন্তু আমি বেশি কিছু নিয়ে চিন্তা করার চেষ্টা করি না। আমি চিন্তা করি , যেহেতু আমাকে সুযোগ দিয়েছে, আমি চেষ্টা করি সেটি কাজে লাগানোর জন্য। ৮ নম্বরের চেয়ে উপরে যেকোনো পজিশনে ব্যাটিং করা ভালো। আমি সেই জিনিসটি বিশ্বাস করি নিজের কাছে, আমি ব্যাটিং করতে পারি। দিনশেষে দলও সহায়তা পাবে যদি আমি ভালো খেলতে পারি।’

‘অবশ্যই অনেক সময় সমস্যা হয়। সেটা বেশি মাথায় নিই না। চিন্তা করি যেখানেই দেওয়া হয় না কেন, আমি দলের প্রয়োজন আমাকে পারফর্ম করতে হবে। আমরা সবাই দলের জন্যই খেলি। আজকে ম্যাচ জিতেছি অবশ্যই দলের সবাই খুশি। আমি মনে করি, বাংলাদেশের মানুষরা সবাই খুশি। এই জিনিসটাই চেষ্টা করি, দলের প্রয়োজনে যেকোনো পজিশনে ব্যাটিং করি।’- যোগ করেন মিরাজ।

ধর্মশালার আউটফিল্ড নিয়ে মিরাজ বলেন, ‘আউটফিল্ড একটু ভারি ছিল। বল বেশি ট্রাভেল করছিল না। এটা তো আসলে আউটফিল্ডের দোষ দিয়ে লাভ নেই। দিন শেষে পারফর্ম করতে হবে। যেকোনো পরিস্থিতিতে কিন্তু ক্রিকেটারকে খেলার জন্য প্রস্তুত থাকতে হবে। এরকম টুর্নামেন্টে এসে কোনো অজুহাত দিতে পারবেন না। এগুলো অজুহাত দেওয়ার কোনো চান্স নেই।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION