শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সোয়া তিন লাখ টাকায় পাক-ভারত ম্যাচের ভুয়া টিকিট বিক্রি

খেলাধুলা ডেস্ক:
এক ম্যাচ ঘিরেই যেন সব উন্মাদনা। পাকিস্তান ভারত ম্যাচকে কেন্দ্র করে বিশ্বকাপের আগে থেকেই শুরু হয়েছে বিভিন্ন তোড়জোড়। এমনকি গুঞ্জন আছে, এই ম্যাচের জন্যই নাকি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানও আটকে রেখেছে বিসিসিআই। বিশেষ এই ম্যাচের জন্য নতুন করে টিকিটও ছাড়া হয়েছে। ম্যাচভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়ামের লক্ষাধিক আসনের সবই এখন বিক্রি হয়ে গিয়েছে।

আর এই উন্মাদনার সুযোগ নিয়েছেন এমন মানুষও আছে। নতুন করে ১৪ হাজার টিকেট ছাড়ার ঘোষণার পরেই এর সুবিধা নিতে কাজ শুরু করেন বেশ কিছু তরুণ। ভুয়া টিকিটের মাধ্যমে সোয়া তিন লাখ টাকা আয়ও করেছেন তারা। যদিও সেই অর্থ ভোগ করা হয়নি তাদের। পুলিশের হাতে আটক হয়েছেন সকলেই।

আহমেদাবাদ পুলিশের অপরাধ বিভাগের উপকমিশনার চৈতন্য মান্দলিক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘অপরাধ বিভাগের সদস্যরা চারজনকে গ্রেপ্তার করেছেন। তাদের নাম জেমিন প্রজাপতি, ধ্রুমিল ঠাকুর, রাজবীর ঠাকুর ও কুশ মিনা। জেমিন, ধ্রুমিল ও রাজবীরের বয়স ১৮ বছর, কুশের বয়স ২১। তাদের বাড়ি আহমেদাবাদ ও গান্ধীনগরে।’

জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা প্রথমে ভারত-পাকিস্তান ম্যাচের একটি আসল টিকিট কিনেছিল। এরপর অভিযুক্ত একজনের দোকানে সেই আসল টিকিটটি স্ক্যান করা হয়। সেই স্ক্যান কপি ফটোশপে নিয়ে ২০০টি কপি তৈরি করেই সেগুলো বিক্রি করেছিল তারা। অভিযুক্ত ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে ৫০টি ভুয়া টিকিট প্রতিটি ২ হাজার থেকে ২০ হাজার রুপিতে বিক্রি করে প্রায় ৩ লাখ রুপি হাতিয়ে নেয়।

ক্রিকেট মাঠের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বির ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ সবসময়ই তুঙ্গে। যদিও রাজনৈতিক পরিবেশের কারণে দুই দলের মধ্যে স্বাভাবিক খেলা বন্ধ আছে। বর্তমানে আইসিসি এবং এসিসি নির্ধারিত সূচি ছাড়া মুখোমুখি হচ্ছেনা এই দুই দল। স্বাভাবিকভাবেই তাই বিশ্বকাপের সূচি ঘিরে আছে বাড়তি আগ্রহ। যার ফলে বিশ্বকাপ শুরুর আগেই আহমেদাবাদের সব হোটেলের বুকিং শেষ হয়ে গিয়েছে। হোটেলে জায়গা না পেয়ে হাসপাতালেও বুকিং দিয়েছেন অনেকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION