শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১২:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মেসি ফিরলেও ভাগ্য বদলায়নি মায়ামির

খেলাধুলা ডেস্ক:
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাই পর্বে পেরুর বিপক্ষে জোড়া গোল করেছিলে লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) মৌসুমের শেষ ম্যাচে ইন্টার মায়ামির হয়ে কিছুই করতে পারলেন না বিশ্বকাপজয়ী এই মহাতারকা। তাতে ভাগ্য বদলাল না যুক্তরাষ্ট্রের ক্লাবটিরও। সঙ্গী হলো আরেকটি হারের হতাশা।

আন্তর্জাতিক বিরতি শেষে আজ সকালে মায়ামির হয়ে মাঠে নামেন মেসি। পুরো ৯০ মিনিট খেললেও জালের দেখা পাননি তিনি। দলও ব্যর্থ হয় গোল করতে। এতে শার্লটের বিপক্ষে ১-০ গোলে হেরে মৌসুম শেষ করে মায়ামি। ম্যাচের একমাত্র গোলটি করেন কারউইন ভার্গাস।

অথচ আগের ম্যাচে একই প্রতিপক্ষের সঙ্গে মেসিকে ছাড়াই শেষ মুহূর্তের গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল দলটি। মৌসুম শেষে পয়েন্ট টেবিলের ১৪তম স্থানে মায়ামি। ২০২২ সালে ষষ্ঠ স্থানে ছিল তারা।

এদিন পুরো ম্যাচজুড়ে অবশ্য আধিপত্য করেছে মায়ামি। ৬১ ভাগ বল দখলে রেখে প্রতিপক্ষের ওপর আক্রমণের বন্যা বইয়ে দিয়েছে। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি মেসিরা। ম্যাচের ১৩তম মিনিটেই ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন কলম্বিয়ান উইঙ্গার কারউইন ভার্গাস।

মায়ামির হার ঠেকাতে মেসি জোর চেষ্টা চালিয়েছেন, কিন্তু তা খুব একটা কাজে লাগেনি। তিনি ফ্রি-কিক থেকে গোল পেয়েই যাচ্ছিলেন কিন্তু শার্লটের গোলরক্ষকের হাতে লেগে পোস্টে বাধা পেলে হতাশ হতে হয় দলকে।

৩৪ ম্যাচ শেষে মায়ামির পয়েন্ট ৩৪। মেসিকে ফিরিয়ে এমএলএসের প্লে অফে খেলার আশায় ছিল দলটি। কিন্তু এবারও সেটা হলো না। লিগে মাত্র ৯ ম্যাচে জয় পেয়েছে তারা। ড্র করেছে ৭ ম্যাচে। আর বাকি ১৮ ম্যাচেই হেরেছে মেসির দল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION