শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই টেস্ট ক্যাপ পেয়ে গেলেন শাহাদাত হোসেন। এই সংস্করণে বাংলাদেশের ১০২তম ক্রিকেটার ডানহাতি মিডল অর্ডার এই ব্যাটসম্যান।
আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ম্যাচে প্রথমবার টেস্ট দলে ডাক পান শাহাদাত। কিন্তু ওই ম্যাচে খেলার সুযোগ পাননি ২১ বছর বয়সী এই ক্রিকেটার।
নিউজিল্যান্ড সিরিজে ফের তাকে ডাকা হয় দলে। এবার অবশ্য অপেক্ষা করতে হয়নি শাহাদাতকে। প্রথম ম্যাচেই হয়ে গেল তার টেস্ট অভিষেক।
নিজের সামর্থ্য দেখিয়েই দলে এসেছেন ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য শাহাদাত। প্রথম শ্রেণির ক্রিকেটে ২২ ম্যাচে দুই সেঞ্চুরিতে ৩৬.৩৯ গড়ে ১ হাজার ৩৮৩ রান করেছেন তিনি।
দেশের হয়ে সাদা পোশাকে অভিষেকে নিজেকে মেলে ধরতে পারেন কিনা সেটাই এখন দেখার।
ভয়েস/আআ