শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার-৪(উখিয়া-টেকনাফ) আসনের সাবেক এমপি আবদুর রহমান বদির সন্তান দাবিদার মোহাম্মদ ইসহাক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিলের পর মোহাম্মদ ইসহাক কক্সবাজার ভয়েসকে বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে আমার বিজয় সুনিশ্চিত। কারণ, উখিয়া ও টেকনাফের মানুষ চোখ বন্ধ করে আমাকে ভোট দিবে। স্বতন্ত্র প্রার্থী হিসাবে স্থানীয় ভোটারদের মতামত জানতে এলাকায় গিয়ে হাজার মানুষের ভালবাসা পেয়েছি। তিন হাজার মানুষের স্বাক্ষর নিতে গিয়ে হাজার হাজার মানুষের অভূতপুর্ব ভালবাসা দেখে আমি মুগ্ধ।’
ইসহাক কক্সবাজার ভয়েসকে বলেন, ‘আমার বাবা (আবদুর রহমান বদি) সম্মানিত মানুষ। নিজে প্রার্থী হতে পারেনি। প্রার্থী হয়েছেন ছোট আম্মা। (শাহীন আক্তার, বদির স্ত্রী)। আমি সংসদ নির্বাচিত হলে আমার বাবার মত আপমর জনগণের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিব। কারণ আমার বাবা গরীবের বন্ধু।’
এক প্রশ্নের জবাবে মোহাম্মদ ইসহাক কক্সবাজার ভয়েসকে বলেন, ‘মুলত: আমি প্রার্থী হয়েছি আমার পিতৃ পরিচয় পাওয়ার আশায়। আমার বাবা (আবদুর রহমান বদি) যদি আমাকে সন্তান হিসাবে মেনে নেয় তাহলে আমার প্রার্থীতা প্রত্যাহারের জন্য চিন্তা করতে পারি। এর আগে নয়।’
ইসহাকের ভাষ্যমতে, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে বদির বিরুদ্ধে লড়বেন। এজন্য উখিয়া ও টেকনাফ এলাকার অধিকাংশ ভোটারের সাড়া পেয়েছেন তিনি। সাবেক সাংসদ আব্দুর রহমান আমার পিতা। অথচ সে আমাকে অস্বীকার করছেন। এজন্য আমি আদালতের শরণাপন্ন হয়েছি। মামলাটি এখন চলমান রয়েছে। আমি আশা করছি মামলাটির রায় আমার পক্ষে আসবে।’
কক্সবাজার-৪ (উখিয়া ও টেকনাফ) আসনের দুইবার সংসদ নির্বাচিত হয়েছেন। উক্ত আসনে বর্তমান সংসদ তার স্ত্রী শাহীনা আক্তার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারেও নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার জন্য বদি ও তার স্ত্রী শাহীনা আক্তার আওয়ামীলীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
উখিয়া-টেকনাফ আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান বদি নানা কারণে আলোচিত-সমালোচিত। গত নির্বাচনে দুর্নীতি দমন কমিশন (দুদকে) মামলা চলমান থাকায় নির্বাচন করতে পারেননি। পরে তার স্ত্রী শাহীনা আক্তারকে আওয়ামীলীগের মনোনয় দেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন। এবারও স্ত্রী শাহীন আকতারকে মনোনয়ন দিয়েছেন আওয়ামীলীগ।
উল্লেখ্য, গত ২০২১ সালের ১৩ ডিসেম্বর টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার ৩০ বছর বয়সী যুবক মোহাম্মদ ইসহাক কক্সবাজার-৪ আসনের (উখিয়া-টেকনাফ) সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে নিজের পিতা দাবি করে টেকনাফের সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। মামলায় বদি ছাড়াও মূল-বিবাদী করা হয়েছে বদির চাচা টেকনাফের পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলামকে। ওইদিন মামলাটি আমলে নিয়ে মূল-বিবাদী আব্দুর রহমান বদিসহ বিবাদীদের ২০২২ সালের ১৪ জানুয়ারি স্বশরীরে উপস্থিত হয়ে জবানবন্দি দেয়ার আদেশ দিয়েছিলেন বিচারক। কিন্তু নির্ধারিত দিনে বিবাদীরা আদালতে হাজির হননি। সমন না পাওয়ার কথা বলে তারা আদালতে আসেননি।
মামলার এজাহারে দাবি করা হয়, গত ৩০ বছর আগে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ ধুমপাড়ার বাসিন্দা আবুল বশরের মেয়ে সুফিয়া খাতুনকে সাবেক সংসদ সদস্য বদি গোপনে বিয়ে করেন। বাদী তার মায়ের পেটে আসার খবর জানতে পেরে তাকে পেটে থাকতে হত্যার চেষ্টা চালান বদি। তাতে সফল না হয়ে সুফিয়াকে স্থানীয় এক রাজ মিস্ত্রীর সাথে বিয়ে দেয়া হয়। এসময় সুফিয়ার পেটে বাচ্চা থাকার কথা গোপন রাখা হয়। পরে জানতে পেরে সেই স্বামী সব মেনে নিয়ে সংসার করেন। এরপরও বাচ্চাসহ সুফিয়াকে হত্যার চেষ্টা করতো বদির পরিবার। এজন্য তারা প্রায় সময় দেশের বিভিন্ন প্রান্তে পালিয়ে জীবন ধারণ করে।
ভয়েস/আআ