রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

গাজায় পরিবারের ২২ সদস্যকে হারালেন আল জাজিরার সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বোমা হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা অ্যারাবিকের এক সাংবাদিকের পরিবারের ২২ সদস্য নিহত হয়েছেন। ওই সাংবাদিকের নাম মোয়ামেন আল শরাফি।

গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর তার পরিবার জাবালিয়া শরণার্থীশিবিরে আশ্রয় নিয়েছিল। সেখানেই গতকাল বুধবার (৬ ডিসেম্বর) ইসরায়েলের বোমা হামলায় তারা নিহত হন বলে জানিয়েছে আল জাজিরা।

পরিবারের নিহত সদস্যদের মধ্যে আল শরাফির বাবা মাহমুদ এবং মা আমিনা, তার ভাই ও ভাইয়ের স্ত্রী, বোন এবং বোনের স্বামীর পাশাপাশি ভাগ্নে ও ভাগ্নিরাও রয়েছেন।

আল শরাফি আল জাজিরাকে বলেছেন, ‘হামলার সময় একটি বিস্ফোরক ব্যারেল বাড়িটিতে আঘাত করে এবং এর ফলে মাটিতে গভীর গর্ত তৈরি হয়।’

তিনি আরও বলেন, ‘উদ্ধারকারীদের কেউ মৃতদেহের কাছে পৌঁছাতে পারেনি। এমনকি আমরা আমাদের প্রিয়জনদের শেষ বিদায়ও দিতে পারিনি। তাদেরকে যথাযথভাবে কবর দেওয়ার সুযোগও আমরা পেলাম না।’

এর আগে গত ২৫ অক্টোবর ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় গাজায় আল জাজিরার অ্যারাবিকের আরেক সংবাদদাতা ওয়ায়েল দাহদুহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্যকে হারিয়েছিলেন। এছাড়া গত ৩১ অক্টোবর জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলায় আল জাজিরা ব্যুরোর সম্প্রচার প্রকৌশলী মোহাম্মদ আবু আল-কুমসান তার বাবা ও দুই বোনসহ পরিবারের ১৯ সদস্যকে হারিয়েছেন।

গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় ১৬ হাজার ২৪৮ জন নিহত হয়েছেন। নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ৪৩ হাজারেরও বেশি মানুষ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION