শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

‘নয়না মরুভূমির বুকে একপশলা বৃষ্টির মতো’

বিনোদন ডেস্ক:

গেল সপ্তাহে ওটিটিতে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ফিল্ম ‘কড়ক সিং’। এই ছবি দিয়ে বলিউডে অভিষেক ঘটল দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রীর। তবে সিনেমাটি মুক্তির পর যেন সাফল্যের পালে নতুন হাওয়া লেগেছে তার। সিনেমাটিতে জয়াকে দেখা গেছে নয়না চরিত্রে যা বেশ দর্শকনন্দিত হচ্ছে। চারিদিকে ভাসছেন প্রশংসায়। ভারতীয় গণমাধ্যম বলছে, নয়নার চরিত্রে জয়া অপূর্ব।

ছবিটির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর মতে, ‘অনেকে আমার কাছে নয়নার (জয়া আহসান) নাম্বার চাইছে। কথা বলতে চাইছে। পরিচালক হিসেবে এটা আমাকে আনন্দিত, একই সঙ্গে গর্বিতও করেছে।’

দর্শকের সাড়া প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘দর্শক খুব পছন্দ করছেন ছবিটি। তাই এটি অবশ্যই একটা বিশেষ জায়গায় থাকবে। কারণ, আমার কমফোর্ট জোনের বাইরে গিয়ে একটা কাজ করলাম। তাও আবার অন্য ভাষায়, অন্য একটা দেশে। এ জন্যই আমার কাছে বিশেষ।’

ছবিটি মুক্তির আগে ‘কড়ক সিং’ গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার ৫৪তম আসরে প্রদর্শিত হয়। প্রদর্শনী শেষে দাঁড়িয়ে ছবিটির প্রতি সম্মান জানানো হয় বলে জানান জয়া আহসান। তিনি বলেন, ‘পৃথিবীর নানা দেশ থেকে চলচ্চিত্রের মানুষেরা এই উৎসবে আসেন। তারা বুঝেছেন, ছবিটার অন্য রকম একটা মেরিট আছে। বিশেষ করে আমার কথাও বলেছেন। তারা এভাবেও বলেছেন যে, নয়না চরিত্রটি মরুভূমির বুকে একপশলা বৃষ্টির মতো।’

‘কড়ক সিং’ ছবিতে জয়া ছাড়া আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, সানজানা সাংঘী ও পার্বতী তিরুবোত প্রমুখ।

উল্লেখ্য, ২০১৩ সালে ‘আবর্ত’ দিয়ে কলকাতায় অভিনয় শুরু করেন জয়া আহসান। এক দশকে তার ঝুলিতে জমা পড়েছে দেড় ডজন চলচ্চিত্র। প্রতিটি ছবিতে বরাবরই ভিন্ন সব চরিত্রে হাজির হয়েছেন তিনি। দু হাতে কুড়িয়েছেন ভালোবাসা। এবার কুড়াচ্ছেন বলিউডেও।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION