শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
আগামী ১৮ ডিসেম্বর (সোমবার) দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি।
শনিবার (১৬ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।
সাহস থাকলে পদত্যাগ করে নির্বাচন দিন: মঈন খান
গেল ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার ঘটনার প্রতিবাদে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এ পর্যন্ত তৃতীয় দফার হরতাল কর্মসূচি দিল দলটি। সর্বশেষ গত মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করে দলটি।
এদিকে আগামী ১৮ ডিসেম্বর দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ। শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় এ ঘোষণা দিয়ে দলের নেতাকর্মী ও দেশবাসীকে হরতাল পালনের আহ্বান জানান তিনি।
ভয়েস/জেইউ।