শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

নিউজিল্যান্ডকে সুপার ওভারে হারাল পাকিস্তান

খেলাধুলা ডেস্ক:
সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান নারী দলকে স্রেফ উড়িয়ে দিয়েছিল নিউজিল্যান্ড নারী দল। দ্বিতীয় ম্যাচেও জিতেছে কিউই মেয়েরা। তবে সেই ম্যাচে ভালোই লড়াই করেছিল পাকিস্তান। এবার তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল সফরকারীরা। তবে সেটাও রোমাঞ্চ আর নাটকের শেষে। তৃতীয় ওয়ানডে সুপার ওভারে হারলেও ২-১ এ সিরিজ জিতেছে নিউজিল্যান্ড।

সোমবার ক্রাইস্টচার্চে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫১ রান তুলেছিল নিউজিল্যান্ড। জবাবে খেলতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫১ রান করে পাকিস্তানও। ম্যাচ টাই হলে সুপার ওভারে জিতেছে পাকিস্তান।

সুপার ওভারে শুরুতে ব্যাটিং করে পাকিস্তান। নিউজিল্যান্ডের হয়ে বোলিং করেন অ্যামিলিয়া কার। অভিজ্ঞ এই স্পিনারকে চার মেরে শুরু করেন আলিয়া রিয়াজ। তবে পরের বলই ডট দিয়ে ফেরেন কার। তৃতীয় ও চতুর্থ বলে দুটি ডাবলস নিয়েছে পাকিস্তান। পঞ্চম বলটি ব্যাটে খেলতে না প্রান্ত বদল করেন দুই ব্যাটার। শেষ বলে প্রথমবার স্ট্রাইক পেয়ে ২ রান নেন ফাতিমা সানা। সবমিলিয়ে ১১ রান তুলেছে পাকিস্তান।

১২ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম বলে এক রান নেন সুফি ডেভাইন। সাদিয়া ইকবালের করা দ্বিতীয় বলে গোল্ডেন ডাক খেয়েছেন কার। তৃতীয় বলে গ্রিন এক রানের বেশি নিতে পারেননি। শেষ ৩ বলে যখন ১০ রান দরকার, তখন চতুর্থ বলে ছক্কা মেরে সমীকরণ সহজ করেন সুফি। তবে পরের বলেই তাকে সাজঘরে ফিরিয়ে কিউইদের কফিনে শেষ পেরেক মারেন সাদিয়া।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION