শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:
নানামাত্রিক কাজ দিয়ে গেল বছর বেশ আলোচনায় ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এরপর খানিক বিরতি নিয়ে ছোটেন সিঙ্গাপুরে। ছুটি কাটিয়ে আজই দেশে ফিরছেন। এরপর আবারও হাজির হবেন লাইট-ক্যামেরা-অ্যাকশনে। তার নতুন বছরের কাজের পরিকল্পনা শুনেছেন ইমরুল নূর
কাজ থেকে বিরতি নিয়ে অবসরযাপন কেমন উপভোগ করছেন?
নিজের জন্যই একটু বিরতি প্রয়োজন ছিল, যার কারণে পরিবার নিয়ে দেশের বাইরে, সিঙ্গাপুরে ঘুরতে এসেছিলাম। নিজেকে সময় দিয়েছি, ঘুরেছি, শপিং করেছি। বেশ সুন্দর একটা সময় পার করেছি। আজই দেশে ফিরছি।
কাজ, ব্যক্তিগত জীবন সবকিছু মিলিয়ে তেইশ সালটা আপনার জন্য কেমন ছিল?
ভালো-মন্দ মিলিয়েই কেটেছে। আমার কাছে মনে হয় সব ভালো-মন্দের মধ্যে শুধু ভালোটাকে গ্রহণ করেই আমাদের সামনে এগিয়ে যাওয়া উচিত। অতীত নিয়ে বসে থাকলে চলবে না, ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে এবং আমি সেটাই করছি।
নিজেকে কতটুকু ইম্প্র“ভ করতে পেরেছেন বলে মনে হয়? যেসব কাজ করেছেন, এতে তৃপ্ত?
নারীকেন্দ্রিক গল্পে কিছু কাজ করেছিলাম যেগুলো থেকে অনেক বেশি ইতিবাচক সাড়া পেয়েছি। আমরা তো দর্শকদের জন্যই কাজ করি, কোনো কাজ যখন তারা পছন্দ করে সেগুলো নিয়ে ইতিবাচক মন্তব্য করে তখনই কিন্তু কাজটার সার্থকতা। শিল্পী কখনো তৃপ্ত হয় না। আমার কাছে মনে হয় আরও অনেক ভালো কিছু করা যেত। একজন শিল্পী হিসেবে অনেক কিছু করতে পারতাম, কিন্তু সেটা পারিনি। সেদিক থেকে তৃপ্ত নই। কাজ অনেক কম করেছিলাম এবং সেটা ইচ্ছাকৃতভাবেই। নিজেকে ঠিকভাবে মেলে ধরতে পারিনি। তবে গত বছর যেটা পারিনি সেটা এবার পূরণ করব। এবার আর পিছপা হব না।
এ বছর নিয়ে কিছু পরিকল্পনা করেছেন কি?
পরিকল্পনা কিংবা একটা গোল ফিক্স না করলে আসলে কিছু করা যায় না। যে কোনো সাফল্যের জন্য পূর্বপরিকল্পনা জরুরি। আর লক্ষ্যে পৌঁছাতে হলে আগে সঠিক পরিকল্পনা করতে হয়, এরপর সেটাকে বাস্তবায়ন করতে হয়। এ বছর নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে। ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবছি, নতুন উদ্যমে আবার কাজ শুরু করব। এখন ফোকাস থাকবে শুধু কাজের দিকে। আমি বিশ্বাস করি, আমার এই ক্যারিয়ারে দর্শকদের অনেক কিছু দেওয়ার বাকি, তাদের জন্য অনেক কিছু করা বাকি। নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে চাই। বলার চেয়ে কাজে দেখানোটাই শ্রেয়। এ বছর সেটাই দেখতে পাবেন দর্শক।
ওটিটি কিংবা সিনেমাতে কবে দেখতে পাব? শোনা যাচ্ছে, সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন…
শোনা কথায় কান দিতে নেই। এ বছরের কাজ এখনো শুরু করিনি। খুব সম্ভবত ওটিটি দিয়েই কাজ শুরু করব। কয়েকটা প্রজেক্ট চূড়ান্ত হয়েছে। এখন শুধু শুটিং শুরু করার পালা। আর সিনেমা নিয়ে যদি বলি তাহলে বলব, আমার দর্শকদের জন্য সারপ্রাইজ আছে। এ বছরেই সিনেমা করব। একদিক থেকে আমিই মনে হয় অনেক বেশি ভাগ্যবতী, যার অনেক ভক্ত কিংবা দর্শক চান যে, আমি সিনেমা করি। তাদের হতাশ করতে চাই না, এখন শুধু এটুকুই বলব চব্বিশেই সিনেমায় দেখা যাবে আমাকে।
ভয়েস/আআ