শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পারিশ্রমিক কেন নেব তিনি আমার আদর্শ

মাহতাব হোসেন:
পৃথিবীতে আমার কাছে দুজন মানুষ আইডল, যাদের আমি অনুসরণ করি, যাদের প্রতিটি কথাকে আমি বাণী হিসেবে গ্রহণ করি। এদের একজন আমার মা, আমার জন্মদাত্রী। আরেকজন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে এই দুজনের জন্য আমি যে কোনো ধরনের কাজ করতে পারব, যে কোনো ত্যাগ করতে পারব।

বছরের শুরুতেই নতুন খবর দিয়ে এমনটাই বলছিলেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী অপু বিশ্বাস। ‘ঢালিউড কুইন’ খ্যাত এই অভিনয়শিল্পী। শেখ হাসিনার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। মূলত, ১৯৭৫ সালের ১৫ আগস্টের মর্মান্তিক ঘটনার একটি অংশ বিশেষ নিয়ে এই চলচ্চিত্র। যেখানে শেখ রাসেলের ওপর নির্দয় ও ভয়ংকর অমানবিক নিষ্ঠুরতার গল্প মুখ্য হয়ে উঠবে। চলচ্চিত্রের নাম ‘শেখ রাসেলের আর্তনাদ।’

অপু বিশ্বাস বলেন, ‘শিশু শেখ রাসেলের সঙ্গে যে নিষ্ঠুর ও অমানবিক কাজ হয়েছিল, এই দৃশ্য এ সিনেমায় ফুটে উঠবে। একটি শিশুর মায়ের কাছে যাওয়ার আকুতি ও তীব্রতা, যে হাহাকার তা এই সিনেমায় দেখানো হবে। দেখানো হবে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সঙ্গে পৃথিবীর সবচেয়ে ভয়ংকরতম নিষ্ঠুরতা। এই চলচ্চিত্রেই আমি হাসু চরিত্রে অভিনয় করতে যাচ্ছি।’

শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে অপু বিশ্বাস নিজেকে সৌভাগ্যবতী মনে করছেন। বললেন, ‘এমন একটি চরিত্রে কাজ করার সুযোগ পাওয়া যদিও অনেক বড় চ্যালেঞ্জের, কেননা মাননীয় প্রধানমন্ত্রীর তখনকার চরিত্রে আমাকে প্রবেশ করতে হবে এবং প্রকাশ করতে হবে। সেই সঙ্গে এমন একটা সুযোগ পাওয়া সৌভাগ্যেরও বটে।’

অপু বিশ্বাস জানালেন আগামী আগস্টে এই চলচ্চিত্রের শুটিং শুরু হবে। বললেন, ‘আগস্টে এই ছবির শুটিং শুরু হবে। এখন থেকেই আমি প্রস্তুতি নিচ্ছি। কেননা আমি যাকে আদর্শ মানি সেই দুই নারীর একজনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছি এর জন্য আমার একটা দীর্ঘ প্রস্তুতি ও অনুশীলনের বিষয় রয়েছে। যা আমি ইতোমধ্যে শুরু করে দিয়েছি।’

এই চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে অপু বিশ্বাস পারিশ্রমিক নেননি। নামমাত্র ১০০ টাকা পারিশ্রমিক নিয়েছেন। এর কারণ হিসেবে বললেন, ‘আগেই বলেছি পৃথিবীর দুজন নারী আমার আদর্শ, একজন আমার মা, আরেকজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীও আমার মায়ের মতো। তার চরিত্রে অভিনয় করতেও আমি পারিশ্রমিক নেব? এটা হীনম্মন্যতার পরিচয় দেওয়া হয়ে যাবে না?’

সিনেমাটি পরিচালনা করবেন সালমান হায়দার। অপু বিশ্বাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অরুণা বিশ্বাস, জিয়াউল রোশান, আমান রেজা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION