শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে সুইডেনকে নিতে আনুষ্ঠানিকভাবে সম্মত হয়েছে তুরস্ক। সুইডেনের ন্যাটোভুক্তিতে সম্মতি জানিয়ে তুর্কি সংসদে একটি বিল পাস হয়েছে। এর মাধ্যমে সামরিক জোটটিতে সুইডেনের যোগদানে তুরস্কের পক্ষ থেকে আর কোনো বাধা নেই।
এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। এতে বলা হয়, টানা চার ঘণ্টার বিতর্কের পর জোটটিতে সুইডেনকে নিতে রাজি হন তুর্কি আইনপ্রণেতারা। বিলের পক্ষে ভোট দিয়েছেন দেশটির ২৮৭ জন আইনপ্রণেতা। বিপক্ষে ছিলেন ৫৫ জন। আর চারজন আইণপ্রণেতা ভোট দেননি।
এখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান সই করলে বিলটি আইনে পরিণত হবে। তখন সুইডেনের ন্যাটোর সদস্য হতে তুরস্কের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আর কোনো বাধা থাকবে না। এর মধ্য দিয়ে সুইডেনের জন্য তুরস্কের আরোপিত টানা ২০ মাসের প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে।
সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রমও তুরস্কের পার্লামেন্টের এই অনুমোদনকে স্বাগত জানিয়েছেন। বিলস্ট্রম এক লিখিত বিবৃতিতে বলেছেন, ‘আমরা এখন অনুমোদনের নথিতে প্রেসিডেন্ট এরদোয়ানের স্বাক্ষর করার অপেক্ষায় রয়েছি।’
ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গও তুরস্কের পার্লামেন্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, তিনি এখন হাঙ্গেরির দিকে তাকিয়ে আছেন। তারাও দ্রুত সুইডেনের ন্যাটোর সদস্য হওয়ার প্রস্তাব অনুমোদন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জার্মানির পক্ষ থেকে বলা হয়েছে, তুরস্কের পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঠিক সিদ্ধান্তই নিয়েছে। দেশটির সরকারি মুখপাত্র বলেছেন, ফিনল্যান্ডের মতো সুইডেনও ন্যাটোর সদস্য হলে এই জোট আরও শক্তিশালী হবে।
সম্প্রতি সুইডেনের ন্যাটোভুক্তির ব্যাপারে সবুজসংকেত দেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। এরপর বাকীটা ছিল আনুষ্ঠানিকতা। ধারণা করা হয়, সর্বশেষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে এরদোয়ান এখন নিজ দেশের অর্থনীতি, বিনিয়োগ, সামরিক শক্তি বাড়াতে পশ্চিমাদের দিকেই ঝুঁকছেন।
ভয়েস/আআ