বুধবার, ০২ Jul ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
সুইজারল্যান্ডের নিয়নে ঘটা করে হয়ে গেল চ্যাম্পিয়নস লিগের বর্তমান ফরম্যাটের সবশেষ ড্র। তাতে ঠিক হয়েছে কোয়ার্টার ও সেমিফাইনালের লাইনআপ।
১৪ বছর পর কোয়ার্টার ফাইনালে ওঠা আর্সেনাল পেয়েছে ৬ বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে। টাইব্রেকারে ইন্তার মিলানকে হারিয়ে কোয়ার্টারে ওঠা তিনবারের রানার্স আপ আতলেতিকো মাদ্রিদ খেলবে ১৯৯৭ মৌসুমের চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।
অন্যদিকে ১৪ বারের শিরোপাজয়ী প্রতিযোগিতার সফলতম দল রিয়াল মাদ্রিদ কোয়ার্টারে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে।
মেসি পরবর্তী যুগে প্রথমবার কোয়ার্টারে ওঠা ৫ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা প্রথম লেগে সফরে যাবে প্যারিসে পিএসজির বিপক্ষে খেলতে।
চূড়ান্ত হয়েছে সেমিফাইনাল লাইনআপও।আতলেতিকো-ডর্টমুন্ডের জয়ী দল মুখোমুখি হবে পিএসজি-বার্সার মধ্যকার জয়ী দলের সঙ্গে।
আরেক সেমিতে আর্সেনাল-বায়ার্নের মধ্যে বিজয়ী দল খেলবে রিয়াল-ম্যানসিটি ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে।তাতে নকআউটে মুখোমুখি না হওয়ায় ওয়েম্বলির ফাইনালে এল ক্লাসিকো হওয়ার পথ উন্মুক্ত রইল।
ভয়েস/আআ