শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
সাত বছর ধরে পাশের গ্রামের এক ব্যক্তির সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল নারীর। তার এই বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জেনে গেলে স্বামীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তিনি দাবি করে বসেন, স্বামীর ঘরে ঠাই দিতে হবে পরকীয়া প্রেমিককে। তার এই দাবি মেনে নেননি দিনমজুর স্বামী। আর এতেই আত্মহত্যা করতে বিদ্যুতের খুঁটিতে উঠে যান স্ত্রী। এমনটাই ঘটেছে ভারতের উত্তর প্রদেশের গোরাখপুরে। এ ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
জানা গেছে, ৩৪ বছরের ওই নারী তিন সন্তানের জননী। গত সাত বছর ধরে পাশের গ্রামের এক ব্যক্তির সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল তার। এ ঘটনা জেনে গেলে ঝগড়া হয় ওই দম্পতির। এ সময় ওই নারী দাবি করেন, যেন তার পরকীয়া প্রেমিককে তাদের বাড়িতে থাকতে দেওয়া হয়। এ দাবি মেনে না নিয়ে বাড়িতে থেকে বেরিয়ে যান স্বামী রাম গোবিন্দ।
এরপরই আত্মহত্যার চেষ্টা করেন ওই নারী। এ জন্য বিদ্যুতের খুঁটি বেয়ে উপরে উঠে যান তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, হাই ভোল্টেজ বিদ্যুতের লাইনে বিপদজনকভাবে বসে আছেন ওই নারী। তাকে নিচে নামাচ্ছেন উদ্ধারকারীরা।
তবে তিনি খুঁটিতে ওঠার সময়েই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কর্তৃপক্ষ। ফলে প্রাণে বেঁচে যান তিনি। পরে পুলিশ ও বিদ্যুৎ বিভাগের লোকজন এসে তাকে খুঁটি থেকে নিচে নামান। এ সময় তার পা বাঁধা অবস্থায় দেখা যায়।
ভয়েস/আআ