সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
চট্টগ্রাম জেলায় আরও এক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) ল্যাবে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন। এনিয়ে চট্টগ্রামে মোট ১১জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে আট জন নগর পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত রয়েছেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক জানান, করোনা আক্রান্ত আট জন ট্রাফিক পুলিশে কর্মরত। তারা দামপাড়া পুলিশ লাইন্সের ট্রাফিক ব্যারাকে থাকতেন। এর বাইরে করোনা আক্রান্ত হয়েছে একজন নায়েক, র্যাবের চট্টগ্রাম জোনে কর্মরত পুলিশের একজন সহকারী উপপরিদর্শক এবং খুলশী থানার এক কনস্টেবল।
সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, বৃহস্পতিবার বিআইটিআইডি এবং সিভাসু’র ল্যাবে মোট ২৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে একজনকে করোনা পজিটিভ পাওয়া যায়। নগর পুলিশে কর্মরত ২৮ বছর বয়সী এই রোগী দামপাড়া পুলিশ লাইনের ব্যারাকে থাকেন।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের চার সদস্য দায়িত্ব পালনকালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তারা চারজনই ঢাকায় কর্মরত ছিলেন। পুলিশ সদরদফতরের হিসাবে ৩০ এপ্রিল পর্যন্ত পুলিশের ৪১৬ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৭৩ জন। এর আগে গত ৩ এপ্রিল চট্টগ্রামের দামপাড়ায় ৬৭ বছর বয়সী এক ব্যক্তির শরীরে প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে। চট্টগ্রামে এখন পর্যন্ত ছয় বছর বয়সী এক শিশুসহ পাঁচ জন করোনায় মারা গেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬ জন। এর বাইরে অন্য জেলায় আক্রান্ত হওয়া দুই জন বর্তমানে চট্টগ্রামে চিকিৎসাধীন আছেন।সুত্র:বাংলাট্রিবিউন।
ভয়েস/আআ