রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
World ব্যাংক,PHDএবং পরিবার পরিকল্পনার সহযোগিতায়, UNFPAএর কারিগরি সহয়তায় মা ও কিশোরীদের স্বাস্থ্য প্রজনন, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি পরামর্শ এবং বয়ঃসন্ধিকালীন নানা সমস্যা নিয়ে মা ও কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় তাজিয়াকাটা সুমাইয়া( র) বালিকা দাখিল মাদ্রাসায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক নুরুল আবচার রুবেল এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাদেকুর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন,মেডিকেল অফিসার সৈকত বডুয়া,উপজেলা শিক্ষা অফিসার জাহেদুল ইসলাম,ফিল্ড কো- অর্ডিনেটর মোহাম্মদ রাকিবুল আলম, ফিল্ড কো- অর্ডিনেটর মোহাম্মদ রুহুল আমিন, তাজিয়াকাটা সুমাইয়া( র)বালিকা দাখিল মাদ্রাসার সুপার সরওয়ার আলম প্রমুখ।
উপস্থিত অতিথিরা বলেন,আজকের কিশোরী আগামী দিনের মা, মায়েদের স্বাস্থ্য সচেতনতা সুস্থ জাতি গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গর্ভবতী মা যদি স্বাস্থ্য সচেতন হন তবে শিশু জন্মের সময় মা ও শিশু মৃত্যুঝুঁকি থেকে রক্ষা পায়।আপনাদের কুতুবজোম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডেলিভারি সুযোগ সুবিধা থেকে শুরু করে রক্তের গ্রুপ পরীক্ষা,ডায়াবেটিস পরীক্ষা,গর্ভবতী মায়েদের বিনামূল্যে চেকআপ, শিশুদের মুয়াগ টেস্ট, গর্ভবতী মা ও কিশোরীদের টিটি টিকা,এএনসি পিএনসি সেবা প্রদান করা হয়। এই সুযোগ সুবিধা আপনারা গ্রহণ করবেন। এতে মা ও কিশোরীদের জীবেনের ঝুঁকি কমে যাবে।
ভয়েস/জেইউ।