শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উদ্যোগে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান কর্মসূচী সফল করার লক্ষে দিনব্যাপী ওয়ার্কশপ ২৪ অক্টোবর ২০২৪ তারিখ শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষ, জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক ফাহমিদা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক জনাব সরওয়ার আকবর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্ উদ্দিন। প্রধান আলোচক ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ আহমেদ হাওলাদার।
দূরারোগ্য ব্যাধি জরায়মুখ ক্যান্সারের ভয়াবহতা উল্লেখ করে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্ উদ্দিন বলেন, রোগটি প্রতিরোধযোগ্য। এইচপিভি ভ্যাকসিন গ্রহন করলে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ সম্ভব। তাই টিকা গ্রহনে নিজ নিজ অবস্থান থেকে উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনার জন্য উপস্থিত সবার প্রতি আহবান জানান।
উল্লেখ্য, অনুষ্ঠানে জেলার সকল উপজেলা থেকে কওমী মাদ্রাসার প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশন প্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিনিধিসহ মোট ৪০জন প্রতিনিধি অংশগ্রহন করেন।
ভয়েস/জেইউ।