শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
রোহিঙ্গা সম্প্রদায়ের কিশোরী আফিফা একদিনের জন্য কক্সবাজারের ক্যাম্প ২৪ ও ২৫-এর ক্যাম্প ইনচার্জের দায়িত্ব গ্রহণ করেছে। বৃহস্পতিবার প্রতীকীভাবে ক্যাম্প ইনচার্জ ও সিনিয়র সহকারী সচিব মো. খোরশেদ আলম চৌধুরীর দায়িত্ব পালন করেন তিনি। খোরশেদ আলম চৌধুরীর দৈনন্দিন দায়িত্ব ও কর্মকাণ্ড পরিচালনা করেন আফিফা। তিনি একজন কন্যাশিশু হিসেবে সহিংসতামুক্ত জীবনের স্বপ্ন দেখেন।
বিশ্বব্যাপী ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালনের অংশ হিসেবে কন্যাশিশুদের অধিকার তুলে ধরার পর্যাপ্ত সুযোগ তৈরির লক্ষ্যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ একাধিক টেকওভার ইভেন্ট আয়োজন করছে। এই অনুষ্ঠানটি প্ল্যান ইন্টারন্যাশনালের বিশেষ কর্মসূচি গার্লস টেকওভার ক্যাম্পেইনের অংশ। এবারের জাতিসংঘ ঘোষিত কন্যা শিশু দিবসের প্রতিপাদ্য ‘গার্লস ভিশন ফর দ্য ফিউচার’, যা কন্যাশিশুদের ক্ষমতায়ন, তাদের কণ্ঠস্বরকে জোরালো এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে তাদের নিজস্ব কৌশল ও নীতি নির্ধারণের ভূমিকা পালনের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেছে। এরই ধারাবাহিকতায়, প্ল্যান ইন্টারন্যাশনাল ‘ইউনাইট ফর পিস’ প্রতিপাদ্যটি গ্রহণ করেছে।
আফিফা বলেন, আমাদের কমিউনিটির মধ্যে যে প্রধান সমস্যা রয়েছে, বিশেষ করে নিরাপত্তাহীনতা, সহিংসতা এবং কনাশিশু ও নারীদের চলাফেরার সীমাবদ্ধতা রয়েছে, তা নিয়ে আমি কথা বলতে চাই। আমি সব মেয়েদের বিদ্যমান সমস্যাগুলো দূর করতে কাজ করে যেতে চাই।
আফিফা তার দেশ মিয়ানমারে ফিরে গিয়ে একজন চিকিৎসক হতে চায়। তিনি তার কমিউনিটির কিশোরী ও নারীদের চিকিৎসা সেবা নিশ্চিত এবং তাদের যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার ও চাহিদা পূরণের স্বপ্ন দেখেন।
ক্যাম্প ইন চার্জ খোরশেদ আলম চৌধুরী বলেন, আমরা বাংলাদেশে কন্যা শিশু ও নারীদের সমান ক্ষমতা, সমান স্বাধীনতা এবং সমান প্রতিনিধিত্বের জন্য তাদের সংগ্রামকে সমর্থন করতে সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ। সুত্র:সমকাল।