শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

‘যানজটমুক্ত ও নিরাপদ পর্যটন নগরী গড়তে ইজিবাইক চালকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে’

সাজন বড়ুয়া সাজু:
কক্সবাজার ভ্রমনে আসা পর্যটকদের সেবা দিয়ে শহরের যানজট কমাতে ইজিবাইক চালকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শুধু তাই নয়, অপরাধ নিয়ন্ত্রণেও ইজিবাইক চালকরা আইনশৃংখলা বাহিনীতে সহায়তা করতে পারে বলে মন্তব্য করেছে বক্তারা।

আজ মঙ্গলবার সকালে কক্সবাজার জেলা পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে ইজিবাইক চালকদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তরা এসব কথা বলেন। পর্যটন নগরী কক্সবাজারকে নিরাপদ ট্রাফিক ব্যবস্থা উপহার দিতে কর্মশালায় ১শ’ জন করে পর্যায়ক্রমে ৪শ’ জনকে প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে।

আন্তর্জাতিক এনজিও সংস্থা ‘ইউএনডিপি’ ও কক্সবাজার জেলা পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো: রহমত উল্লাহ।

এসময় তিনি বলেন, ‘পর্যটন নগরী কক্সবাজারে প্রয়োজনের তুলনায় টমটমের সংখ্যা অনেক বেশি। ৪ হাজার টমটম চালককে পর্যায়ক্রমে প্রশিক্ষণের আওতায় আনা হবে। এর মাধ্যমে নিরাপদ পর্যটন নগরী হয়ে উঠবে কক্সবাজার। কক্সবাজারের টমটম চালকদের যদি নিয়ন্ত্রণে আনা যায় তাহলে অপরাধও কমবে। ইজিবাইক চালক, রিক্সা চালক ও বিভিন্ন যানবাহন চালকদের প্রশিক্ষণ থাকলে কক্সবাজারের প্রতি পর্যটকদের আকর্ষণ বাড়বে। তাই, ডাটাবেজ তৈরীর মাধ্যমে পর্যায়ক্রমে শহরের সকল চালকদের প্রশিক্ষণের আওতায় আনা হবে।’

কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান বলেন, ‘পৌরসভা ৩ হাজার টমটমের লাইসেন্স দিলেও এখন শহরে টমটম চলাচল করে ৫ হাজারের বেশী। এতে করে শহরে প্রতিদিন যানজটের সৃষ্টি হয়। তাই, শহরে যানজট কমাতে ইজিবাইক চালকদের প্রশিক্ষণের বিকল্প নেই।’

আন্তর্জাতিক এনজিও সংস্থা ‘ইউএনডিপি’র প্রতিনিধি মাসুদ করিম বলেন, ‘পর্যটন শহর কক্সবাজারের চালকদের প্রশিক্ষণ দিতে ‘ইউএনডিপি’ সার্বিক সহযোগিতা দিয়ে যাবে। কক্সবাজারকে পর্যটক সেবায় শুধু ইজিবাইক চালকরা নয়, সকল পেশাশ্রেণীর মানুষদের এগিয়ে আসা উচিত।’

কক্সবাজারের সিনিয়র সাংবাদিক শামসুল হক শারেক বলেন, ‘ফ্যাসিবাদের সময় দেয়া অবৈধ লাইসেন্স বাতিল করতে হবে। ইজিবাইক চালকদের মাঝে শৃংখলা ফিরিয়ে আনতে পারলে নিশ্চিত পর্যটক সেবা ও যানজট নিরসন হবে।’

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান চৌধুরী, ‘বিআরটিএ’ কক্সবাজারের সহকারী পরিচালক উথোয়াইনু চৌধুরী, ‘ইউএনডিপি’র প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ মাসুদ করিম এবং সিনিয়র সাংবাদিক শামশুল হক শারেক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION