শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
সাহাব উদ্দীন সিকদার, মহেশখালী:
তরুন ও যুব সমাজকে মাদকমুক্ত করার অভিপ্রায় নিয়ে মহেশখালীতে আয়োজিত ফয়সাল আমিন ওয়ার্ড ভিত্তিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মহেশখালী পৌরসভার গোরকঘাটা চরপাড়া মাঠে ফয়সাল আমিনের পৃষ্ঠপোষকতায় চরপাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে ৫ নভেম্বর বিকালে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শুরু হওয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক অস্ট্রেলিয়ান প্রবাসী ফয়সাল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক ও সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জয়নাল আবেদীন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক প্রভাষক সানা উল্লাহর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল, থানার এসআই ফরাজুল ইসলাম, পৌরসভার সদ্য সাবেক প্যানেল মেয়র খাইর হোসেন, সাবেক কাউন্সিলর শামসুল ইসলাম বাদশা, জনি মং, মঞ্জুর আহমদ, ক্রীড়া সংগঠক মাহামুদুল হক, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, সাবেক সভাপতি মাহবুব রোকন ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ ন ম হাসান সহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন।
ফাইনাল খেলার নির্ধারিত সময়ে পৌরসভার ৮ নং ওয়ার্ড গোরকঘাটা সিকদার পাড়া ফুটবল একাদশ এবং মাতারবাড়ী ৮ নং ওয়ার্ড দক্ষিণ মগডেইল ফুটবল একাদশ কোন দলই গোল করতে পারেনি। অতিরিক্ত সময়েও কোন দল গোল করতে না পারায় শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায় শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচ। টাইব্রেকারে মাতারবাড়ী ৮ নং ওয়ার্ড দক্ষিণ মগডেইল ফুটবল একাদশ ৪- ২ গোলে পৌরসভার ৮ নং ওয়ার্ড গোরকঘাটা সিকদার পাড়া ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় আনছার ও রানার্সআপ দলের খেলোয়াড় আবরার।
খেলা শেষে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে মাঠেই ট্রফি ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় চ্যাম্পিয়ন দল মাতারবাড়ী ৮ নং ওয়ার্ড দক্ষিণ মগডেইল ফুটবল একাদশকে দেওয়া হয় ট্রফি ও মেডেল সহ অস্ট্রেলিয়ান ১ হাজার ডলার যা বাংলাদেশী টাকায় ৮৫ হাজার টাকা এবং রানার্সআপ দল পৌরসভার ৮ নং ওয়ার্ড গোরকঘাটা সিকদার পাড়া ফুটবল একাদশকে দেওয়া হয় ট্রফি ও মেডেল সহ অস্ট্রেলিয়ান ৫ শত ডলার যা বাংলাদেশী টাকায় সাড়ে ৪২ হাজার টাকা। এছাড়াও টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দলের মধ্যে থেকে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতাসহ বিভিন্ন ক্যাটাগরি বিবেচনায় ৬ টি দলকে দেওয়া হয়েছে বিশেষ পুরস্কার। সেরা ২০ জন দর্শককে দেওয়া হয়েছে পুরস্কার।
উল্লেখ্য যে, মহেশখালী উপজেলার বিভিন্ন ওয়ার্ডের ৩২টি দল নিয়ে গত ২১ সেপ্টেম্বর এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ফয়সাল আমিন। নক আউট পদ্ধতিতে টুর্নামেন্টের খেলা সফল ও শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। বিভিন্ন দলের হয়ে দেশের জাতীয় মানের খেলোয়াড় ও বিদেশি খেলোয়াড়রা অংশ নেন। ফাইনাল খেলায় আনুমানিক ২০/২৫ হাজার দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।
ফয়সাল আমিন বলেন, মহেশখালীর মানুষ যে এতো খেলা প্রিয় মানুষ তা দেখে আমি আবেগাপ্লুত। ইনশাল্লাহ আগামীতে আরো বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজন করা হবে। তিনি টুর্নামেন্ট পরিচালনা কমিটি, মিডিয়া পার্সন, আইন-শৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক, শৃঙ্খলা কমিটি, প্রতিটি দলের ম্যানেজমেন্ট, খেলোয়াড় ও দর্শকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
ভয়েস/জেইউ।