শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে ইয়াবাসহ কারবারি র‌্যাবের হাতে আটক

ভয়েস প্রতিবেদক:

টেকনাফে চার হাজার ইয়াবাসহ জাফর আলম (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১২ নভেম্বর) ভোররাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাফর হোয়াইক্যং লম্বাবিল গ্রামের আবদুর রহমানের ছেলে।

 

র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও মিডিয়া) মোহাম্মদ কামরুজ্জামান জানান, গ্রেপ্তার জাফর টেকনাফ উনচিপ্রাং এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় ও অন্যত্র পাঠানোর জন্য অবস্থান করছিল। খবর পেয়ে উনচিপ্রাং এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাশে অভিযান চালিয়ে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জাফর টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় এলাকাসহ টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রি করতো। উদ্ধার ইয়াবাসহ গ্রেপ্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION