শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি অস্ত্র নিয়ে ৩ রোহিঙ্গা গ্রেফতার

ভয়েস প্রতিবেদক:

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ৮-এপিবিএন। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত ২টায় পালংখালী ইউনিয়নের ক্যাম্প-৯’র লার্নিং সেন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- ক্যাম্প-৯’র রোহিঙ্গা আবদুর রহমানের ছেলে মো. আজিজ (২২), মো. হোসেনের ছেলে ইকবাল হোসেন (২৫) ও বখতিয়ার আহমদের ছেলে মোহাম্মদ এনাম (১৯)।

পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক খন্দকার ফজলে রাব্বী বুধবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জব্দ করা অস্ত্র ও গ্রেপ্তার রোহিঙ্গাদের পানবাজার পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION