শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালীতে পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত,১০বছরের সাজাপ্রাপ্ত’সহ ৬ আসামীকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।
মহেশখালী থানা সূত্রে জানা যায়,১৮নভেম্বর গভীর রাতে মহেশখালী থানা বিভিন্ন এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাইছার হামিদের নেতৃত্বে,এসআই মহসীন চৌধুরী-পিপিএম,এসআই রায়টন দেব,এসআই সাজ্জাদ চৌধুরী, এসআই জীবন দে,এএসআই এমদাদ হোসেন,এএসআই রাসেল সঙ্গীয় ফোর্সসহ গভীর রাতে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী সহ ৬জনকে গ্রেফতার করা হয়।
এসটি -৬৬/০৮ অস্ত্র মামলার ১০বছরের সাজাপ্রাপ্ত আসামী চান মিয়ার পুত্র বেলাল উদ্দিন(৪২),পারি -১৪৫/২১ নারী নির্যাতন মামলার ৬মাসের সাজাপ্রাপ্ত আসামী শফিউল আলমের পুত্র নুরুল আবছার জিকু(৩২),সিআর-৬৪/২২প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী মৃত আবুল বাশার এর পুত্র নুরুল, আজিম(৪৮),পারি-৭৭/২২(ডাবল সাজা) মামলার সাজাপ্রাপ্ত আসামী আমির হোসেনের পুত্র সাইফুল ইসলাম(৩২),সিআর-৮০৩/২১প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী মৃত আবু তালেবের পুত্র নাছির উদ্দিন(৪৮)সহ সর্বমোট- ৬ জন আসামীদের গ্রেফতার করা হয়।আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন- গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সন্ত্রাসী,অস্ত্রধারী,মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেপ্তারে মহেশখালী থানা পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযান চলমান থাকবে।
ভয়েস/ জেইউ।