রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়ায় বিশেষ অভিযানে অ’স্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক আটক লাইট হাউজ এলাকায় ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই নিহত বাংলাদেশের ইতিহাসে জুলাই সনদ স্বাক্ষর একটি স্মরণীয় ঘটনা, দ্রুত বাস্তবায়নের তাগিদ ঢাকায় গোলটেবিলে বক্তারা: কক্সবাজার হবে দক্ষিণ এশিয়ার নতুন অর্থনৈতিক ফ্রন্টলাইন প্রশাসনের নিরবতা: কক্সবাজারে মাদক কেনাবেচায় ‘রাখঢাক’ নেই চট্টগ্রাম ইপিজেডে ১৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে  বহুল প্রত্যাশিত ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর আজ, সংসদ এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা জেলায় সর্বোচ্চ পাস রামু ক্যান্টনমেন্ট কলেজে, সবচেয়ে পিছিয়ে ঈদগাহ কলেজ টেকনাফে পাহাড়ে দুই গ্রুপের গোলাগুলি, আতঙ্কে গ্রামবাসী অনলাইন জুয়া ও পর্নোগ্রাফি বন্ধে সরকারের জিরো টলারেন্স নীতি, কঠোর নির্দেশনা জারি

সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কেএনএ’র ৩ সদস্য নিহত

ভয়েস নিউজ ডেস্ক:

বান্দরবানের রুমা উপজেলার মুন্নুয়াম পাড়ার গহীন অরণ্যে কেএনএফের একটি আস্তানায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) ৩ সদস্য নিহত হয়েছেন। এ সময় ওই আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম।

নিহত তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন–মেসি বম, তার স্ত্রী এলি বম ও ফেরকুপ বম। প্রথম দুজনের বাড়ি রুমা উপজেলার হ্যাপি হিল পাড়ায়। শেষের জনের বাড়ি সদর উপজেলার শ্যারন পাড়ায় বলে জানা গেছে।

রবিবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পাল্টা আক্রমণের মুখে পড়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের সশস্ত্র সংগঠ কুকিচিন ন্যাশনাল আর্মি কেএন’র ৩ সদস্য মারা যায়। তিনজনই ইউনিফর্ম পরা অবস্থায় ছিল। তাদের পোশাকে কেএনএ লেখা রয়েছে।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, মুন্নুয়াম পাড়ার গহীন অরণ্যে কেএনএফের একটি আস্তানায় সদস্যরা জড়ো হয়েছে; এমন সংবাদের পর সকালে সেনাবাহিনীর টিম ওই আস্তানা ঘেরাও করে অভিযান চালায়। এ সময় দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ের পর আস্তানা থেকে ৩ কেএনএ’র সদস্যের ইউনিফর্ম পড়া লাশ উদ্ধার করা হয়। এ সময় ওই স্থান থেকে অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী।

ঘটনার পর মুন্নুয়াম পাড়া থেকে লোকজন আতঙ্কে সরে গেছে। ওই এলাকায় সন্ত্রাসীদের খোঁজে সেনাবাহিনী বর্তমানে তল্লাশি চালাচ্ছে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে কেএনএফের তৎপরতা কিছুটা কমে আসলেও বেশ কিছুদিন ধরে এই সশস্ত্র সংগঠনটি সদস্যরা আবারও তৎপর হয়ে উঠেছে। সন্ত্রাসী তৎপরতা বন্ধ করতে সেনাবাহিনীর নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বর্তমানে রুমা রোয়াংছড়ি ও থানচি এলাকায় অভিযান চালাচ্ছে। এসব এলাকায় পর্যটকদের ভ্রমণে প্রশাসনের অলিখিত নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION